Ajker Patrika

বাজে পরাজয়ের কী ব্যাখ্যা দিলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৩
বাজে পরাজয়ের কী ব্যাখ্যা দিলেন সাকিব

বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’ 

এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত