ক্রীড়া ডেস্ক
দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে