ক্রীড়া ডেস্ক
আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। গতকাল বিসিবি সূত্রে জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে টেস্ট দুটির সূচিও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে স্থানীয় ‘এ স্পোর্টস টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সূচি নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি—এই তিনটি শহরের যেকোনো দুটিতে হতে পারে টেস্টগুলো। পিসিবি প্রধান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাহোরে কোনো টেস্ট হবে না। তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।
বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। গতকাল বিসিবি সূত্রে জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে টেস্ট দুটির সূচিও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে স্থানীয় ‘এ স্পোর্টস টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সূচি নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি—এই তিনটি শহরের যেকোনো দুটিতে হতে পারে টেস্টগুলো। পিসিবি প্রধান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাহোরে কোনো টেস্ট হবে না। তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।
বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে