ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২৩ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে