নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেই নিজেকে চিনিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ২০২০ যুব বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তিনি। এরপর ভারতকে কাঁপিয়ে আকবর আলীদের বিশ্বজয়।
বড় মঞ্চে আলো ছড়ানোর পর হঠাৎ হারিয়ে যাওয়ার উদাহরণ এ দেশের ক্রিকেটে কম নেই। মাহমুদুল যে সঠিক কক্ষপথেই আছেন, তারই প্রমাণ যেন এই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সাকিব–তামিম–মুশফিকদের ছাপিয়ে লিগে মাহমুদুল দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২ ইনিংসে ৪৩.৫৫ গড়ে করেছেন ৩৯২ রান।
শুধু মাহমুদুল হাসান নয়, চমক দেখিয়েছেন যুব বিশ্বকাপে তাঁর সতীর্থ শামীম হোসেনও। ডিপিএলে নিজেকে আরও ভালোভাবে চিনিয়ে ২০ বছরের তরুণ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলে। শামীমকে নিয়ে গত সাত–আট মাস ধরে অনেক আলোচনা। পেশিশক্তির জোরে বল সীমানার বাইরে ফেলার সামর্থ্যে তকমা পেয়ে গেছেন ‘হিটম্যান’ হিসেবে! চিতাবাঘের মতো ক্ষিপ্রগতির ফিল্ডিং তো তাঁর আছেই। সঙ্গে বাড়তি পাওনা শামীমের অফ স্পিন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কদিন আগে বলেছেন, ‘ফিনিশিং’ সামর্থ্যের কারণেই শামীমকে সুযোগ দেওয়া হয়েছে।
মুনীম শাহরিয়ার, মিজানুর রহমান, হাসানুজ্জামান, ইমরান উজ্জামানও আলো ছড়িয়েছেন প্রিমিয়ার লিগে। বোলিংয়ে ধারাবাহিক ভালো করেছেন তানভীর ইসলাম, রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিব। বিশেষ করে মুনীম শাহরিয়ার—বড় শট খেলতে পারেন, আছে লম্বা ইনিংস খেলার সামর্থ্যও। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে দেশের ক্রিকেটে বড় সম্পদ হতে পারেন এই তরুণও। দেশের দ্বিতীয় দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসানুজ্জামান।
দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে সাকিব আল হাসানের সঙ্গে কোনো বাঁহাতি স্পিনার জুটি গড়তে পারছেন না। এমন ঘোর আঁধারে আশার আলো দেখাচ্ছেন তানভীর ইসলাম ও রাকিবুল হাসান। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তানভীর। টি–টোয়েন্টি ক্রিকেটে শাইনপুকুরের এই স্পিনারের ইকোনমি রেট খুবই আকর্ষণীয়—৪.৭৯। উইকেট সংখ্যায় তানভীরের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও (১৬) রাকিব ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলছেন নিয়মিত। গতি আর আগ্রাসনে নজর কেড়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। নতুন মুখ না হলেও এবার ডিপিএলে মোহাম্মদ সাইফউদ্দিনকে চিনিয়েছেন অন্যভাবে। ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি।
আলো ছড়িয়েছেন, এখন পথ না হারিয়ে ফেলাটাই হবে শামীম–জয়দের বড় চ্যালেঞ্জ।
ঢাকা: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেই নিজেকে চিনিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ২০২০ যুব বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তিনি। এরপর ভারতকে কাঁপিয়ে আকবর আলীদের বিশ্বজয়।
বড় মঞ্চে আলো ছড়ানোর পর হঠাৎ হারিয়ে যাওয়ার উদাহরণ এ দেশের ক্রিকেটে কম নেই। মাহমুদুল যে সঠিক কক্ষপথেই আছেন, তারই প্রমাণ যেন এই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সাকিব–তামিম–মুশফিকদের ছাপিয়ে লিগে মাহমুদুল দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২ ইনিংসে ৪৩.৫৫ গড়ে করেছেন ৩৯২ রান।
শুধু মাহমুদুল হাসান নয়, চমক দেখিয়েছেন যুব বিশ্বকাপে তাঁর সতীর্থ শামীম হোসেনও। ডিপিএলে নিজেকে আরও ভালোভাবে চিনিয়ে ২০ বছরের তরুণ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলে। শামীমকে নিয়ে গত সাত–আট মাস ধরে অনেক আলোচনা। পেশিশক্তির জোরে বল সীমানার বাইরে ফেলার সামর্থ্যে তকমা পেয়ে গেছেন ‘হিটম্যান’ হিসেবে! চিতাবাঘের মতো ক্ষিপ্রগতির ফিল্ডিং তো তাঁর আছেই। সঙ্গে বাড়তি পাওনা শামীমের অফ স্পিন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কদিন আগে বলেছেন, ‘ফিনিশিং’ সামর্থ্যের কারণেই শামীমকে সুযোগ দেওয়া হয়েছে।
মুনীম শাহরিয়ার, মিজানুর রহমান, হাসানুজ্জামান, ইমরান উজ্জামানও আলো ছড়িয়েছেন প্রিমিয়ার লিগে। বোলিংয়ে ধারাবাহিক ভালো করেছেন তানভীর ইসলাম, রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিব। বিশেষ করে মুনীম শাহরিয়ার—বড় শট খেলতে পারেন, আছে লম্বা ইনিংস খেলার সামর্থ্যও। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে দেশের ক্রিকেটে বড় সম্পদ হতে পারেন এই তরুণও। দেশের দ্বিতীয় দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসানুজ্জামান।
দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে সাকিব আল হাসানের সঙ্গে কোনো বাঁহাতি স্পিনার জুটি গড়তে পারছেন না। এমন ঘোর আঁধারে আশার আলো দেখাচ্ছেন তানভীর ইসলাম ও রাকিবুল হাসান। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তানভীর। টি–টোয়েন্টি ক্রিকেটে শাইনপুকুরের এই স্পিনারের ইকোনমি রেট খুবই আকর্ষণীয়—৪.৭৯। উইকেট সংখ্যায় তানভীরের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও (১৬) রাকিব ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলছেন নিয়মিত। গতি আর আগ্রাসনে নজর কেড়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। নতুন মুখ না হলেও এবার ডিপিএলে মোহাম্মদ সাইফউদ্দিনকে চিনিয়েছেন অন্যভাবে। ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি।
আলো ছড়িয়েছেন, এখন পথ না হারিয়ে ফেলাটাই হবে শামীম–জয়দের বড় চ্যালেঞ্জ।
উইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৬ মিনিট আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৪ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৪ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৫ ঘণ্টা আগে