ক্রীড়া ডেস্ক
বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।
দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।
গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’
সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।
বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।
দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।
গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’
সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে