ক্রীড়া ডেস্ক, ঢাকা
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। মিসবাহর পথ ধরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বোলিং কোচ ওয়াকার ইউনুসও। ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা।
মিসবাহ অবশ্য নিজেও মনে করছেন এটা সরে দাঁড়ানোর সঠিক সময় ছিল না। তবে সামনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্যও তিনি এখন প্রস্তুত নন বলে মনে করছেন। মিসবাহ বলেছেন, ‘আমি জানি এটা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় নয়। কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্য আমি এখন প্রস্তুত নই। এই সময়ে তাই নতুন কেউ এসে দায়িত্ব নিলেই ভালো হয়’
দায়িত্ব ছাড়লেও সময়টা উপভোগ করার কথাও জানিয়েছেন মিসবাহ, ‘শেষ দুই বছর দায়িত্বের থাকা সময়টা আমি উপভোগ করেছি। আমার দল ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সামনের দিনগুলোর জন্য দলের প্রতি শুভকামনা। যখনই তারা পাকিস্তান দলের হয়ে মাঠে নামবে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’
সরে দাঁড়ানোর ব্যাখ্যায় মিসবাহ আরও বলেছেন, ‘বায়োবাবলে থাকতে হওয়ায় আমাকে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে হবে। এজন্য কোচিংযের ভুমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ওয়াকার বলেছেন, ‘মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। কেননা আমরা একসঙ্গে কাজ করেছি, জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।’
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। মিসবাহর পথ ধরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বোলিং কোচ ওয়াকার ইউনুসও। ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা।
মিসবাহ অবশ্য নিজেও মনে করছেন এটা সরে দাঁড়ানোর সঠিক সময় ছিল না। তবে সামনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্যও তিনি এখন প্রস্তুত নন বলে মনে করছেন। মিসবাহ বলেছেন, ‘আমি জানি এটা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় নয়। কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্য আমি এখন প্রস্তুত নই। এই সময়ে তাই নতুন কেউ এসে দায়িত্ব নিলেই ভালো হয়’
দায়িত্ব ছাড়লেও সময়টা উপভোগ করার কথাও জানিয়েছেন মিসবাহ, ‘শেষ দুই বছর দায়িত্বের থাকা সময়টা আমি উপভোগ করেছি। আমার দল ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সামনের দিনগুলোর জন্য দলের প্রতি শুভকামনা। যখনই তারা পাকিস্তান দলের হয়ে মাঠে নামবে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’
সরে দাঁড়ানোর ব্যাখ্যায় মিসবাহ আরও বলেছেন, ‘বায়োবাবলে থাকতে হওয়ায় আমাকে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে হবে। এজন্য কোচিংযের ভুমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ওয়াকার বলেছেন, ‘মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। কেননা আমরা একসঙ্গে কাজ করেছি, জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৪ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৫ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৫ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৬ ঘণ্টা আগে