নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেখানে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই নিউজিল্যান্ড সিরিজ শুরু করল বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে দেওয়ার পর এবার সিরিজে প্রথম টি–টোয়েন্টিতে নিউল্যান্ডকে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৭ উইকেটের এ জয়ে টি–টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট আর ৩০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
৬১ রানের সহজ লক্ষ্যের ব্যাটিং করতে নেমে ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার। শুরুতেই মোহাম্মদ নাঈম (১) ম্যাককুনচির বলে শর্ট কাভারে নিকোলসের হাতে ধরা পড়েন। অস্ট্রেলিয়ার সিরিজে না থাকা লিটন দাসও (১) এজাজ প্যাটেলের বলে স্টাম্পিংয়ের শিকার হন। দলের রান তখন ৭।
তৃতীয় উইকেটে দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ দলকে সাবধানে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে রান তুলতে কিছুটা কষ্টও করতে হয়েছে। সাকিব–তামিম তৃতীয় উইকেটে ৩০ রান যোগ করেন। সাকিব ২৫ রান করে রাচিন রবীন্দ্রর বলে আউট হন। জয় থেকে বাংলাদেশ তখনও ২৪ রান দূরে। মুশফিককে (১৬) সাথে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১৪)। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের আগুনে বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। স্পিনারদের দাপটে উইকেটে টিকতেই পারেনি কিউই ব্যাটসম্যান। স্কোর বোর্ডে ৯ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। পাওয়ার প্লের ছয় ওভারে নিউজিল্যান্ড তোলে ৪ উইকেট ১৮ রান, যা ২০১২ সালের পর তাদের সর্বনিম্ন। নাসুম আহমেদ, মেহেদী হাসান ও সাকিব আল হাসান এই উইকেটগুলো নিয়েছেন।
শুরুর দিকের এই ধাক্কা পরবর্তীতে আর সামাল দিতে পারেনি নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম এবং হেনরি নিকোলস পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। দলীয় ৪৩ রানে ১৮ রান করা ল্যাথামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর তাসের ঘরের মতো ভেঙে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। পরে মোস্তাফিজের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ড মাত্র ৬০ রানে অলআউট হয় যেটা তাদের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
মোস্তাফিজ ৩টি, নাসুম, সাকিব ও সাইফউদ্দিন ২টি এবং মেহেদী ১টি উইকেট নেন।
যেখানে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই নিউজিল্যান্ড সিরিজ শুরু করল বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে দেওয়ার পর এবার সিরিজে প্রথম টি–টোয়েন্টিতে নিউল্যান্ডকে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৭ উইকেটের এ জয়ে টি–টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট আর ৩০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
৬১ রানের সহজ লক্ষ্যের ব্যাটিং করতে নেমে ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার। শুরুতেই মোহাম্মদ নাঈম (১) ম্যাককুনচির বলে শর্ট কাভারে নিকোলসের হাতে ধরা পড়েন। অস্ট্রেলিয়ার সিরিজে না থাকা লিটন দাসও (১) এজাজ প্যাটেলের বলে স্টাম্পিংয়ের শিকার হন। দলের রান তখন ৭।
তৃতীয় উইকেটে দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ দলকে সাবধানে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে রান তুলতে কিছুটা কষ্টও করতে হয়েছে। সাকিব–তামিম তৃতীয় উইকেটে ৩০ রান যোগ করেন। সাকিব ২৫ রান করে রাচিন রবীন্দ্রর বলে আউট হন। জয় থেকে বাংলাদেশ তখনও ২৪ রান দূরে। মুশফিককে (১৬) সাথে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১৪)। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের আগুনে বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। স্পিনারদের দাপটে উইকেটে টিকতেই পারেনি কিউই ব্যাটসম্যান। স্কোর বোর্ডে ৯ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। পাওয়ার প্লের ছয় ওভারে নিউজিল্যান্ড তোলে ৪ উইকেট ১৮ রান, যা ২০১২ সালের পর তাদের সর্বনিম্ন। নাসুম আহমেদ, মেহেদী হাসান ও সাকিব আল হাসান এই উইকেটগুলো নিয়েছেন।
শুরুর দিকের এই ধাক্কা পরবর্তীতে আর সামাল দিতে পারেনি নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম এবং হেনরি নিকোলস পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। দলীয় ৪৩ রানে ১৮ রান করা ল্যাথামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর তাসের ঘরের মতো ভেঙে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। পরে মোস্তাফিজের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ড মাত্র ৬০ রানে অলআউট হয় যেটা তাদের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
মোস্তাফিজ ৩টি, নাসুম, সাকিব ও সাইফউদ্দিন ২টি এবং মেহেদী ১টি উইকেট নেন।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৬ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৬ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৬ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৮ ঘণ্টা আগে