নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’
অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’
অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১০ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১০ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে