ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা উপার্জনের দারুণ এক মঞ্চ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আইপিএল। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও শুধু আইপিএল খেলেই কাড়াকাড়ি টাকা উপার্জন করা যায়। এই যেমন, রাহুল তেওয়াটিয়া কথায় ধরা যাক।
৭ বছর আগেও আইপিএলে হরিয়ানার এই বাঁহাতির যার দাম ছিল ১০ লাখ রুপি। কিন্তু এবারের আইপিএলের তাঁকে ৯ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। ২০২২ আইপিএলে যে কজন তরুণ ক্রিকেটার আলো ছড়াচ্ছেন তার মধ্যে অন্যতম এই তেওয়াটিয়া। রান তাড়ায় দারুণ মুনশিয়ানা দেখাচ্ছেন গুজরাট টাইটানসের এই বাঁহাতি ব্যাটার। অন্তত ৩ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেওয়াটিয়া।
এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৮ গড়ে করেছেন ১৯০ রান। চড়া দামের প্রতিদান কী দারুণভাবেই না দিচ্ছেন তেওয়াটিয়া!
অথচ ২০১৪ আইপিএলে এই তেওয়াটিয়ার দাম ছিল ১০ লাখ রুপি। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল তার। পরের বছরও খেলেছেন রাজস্থানের হয়ে ওই একই দামে। ১ বছর পর ২০১৭ সালে পাঞ্জাব কিংস তেওয়াটিয়াকে দলে নিয়েছিল ২৫ লাখ রূপিতে।
পরের বছরই দিল্লি ক্যাপিটালসে নাম লেখালে লাখপতি থেকে কোটিপতি বনে যান তেওয়াটিয়া। এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ৩ কোটি। পরের তিন বছরও খেলে যান এই দামেই। কিন্তু এবারের আইপিএলে নিলামের টেবিল রীতিমতো গরম করে দেন তেওয়াটিয়া। তাকে দলে পেতে গুজরাট খরচ করে ৯ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা উপার্জনের দারুণ এক মঞ্চ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আইপিএল। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও শুধু আইপিএল খেলেই কাড়াকাড়ি টাকা উপার্জন করা যায়। এই যেমন, রাহুল তেওয়াটিয়া কথায় ধরা যাক।
৭ বছর আগেও আইপিএলে হরিয়ানার এই বাঁহাতির যার দাম ছিল ১০ লাখ রুপি। কিন্তু এবারের আইপিএলের তাঁকে ৯ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। ২০২২ আইপিএলে যে কজন তরুণ ক্রিকেটার আলো ছড়াচ্ছেন তার মধ্যে অন্যতম এই তেওয়াটিয়া। রান তাড়ায় দারুণ মুনশিয়ানা দেখাচ্ছেন গুজরাট টাইটানসের এই বাঁহাতি ব্যাটার। অন্তত ৩ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেওয়াটিয়া।
এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৮ গড়ে করেছেন ১৯০ রান। চড়া দামের প্রতিদান কী দারুণভাবেই না দিচ্ছেন তেওয়াটিয়া!
অথচ ২০১৪ আইপিএলে এই তেওয়াটিয়ার দাম ছিল ১০ লাখ রুপি। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল তার। পরের বছরও খেলেছেন রাজস্থানের হয়ে ওই একই দামে। ১ বছর পর ২০১৭ সালে পাঞ্জাব কিংস তেওয়াটিয়াকে দলে নিয়েছিল ২৫ লাখ রূপিতে।
পরের বছরই দিল্লি ক্যাপিটালসে নাম লেখালে লাখপতি থেকে কোটিপতি বনে যান তেওয়াটিয়া। এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ৩ কোটি। পরের তিন বছরও খেলে যান এই দামেই। কিন্তু এবারের আইপিএলে নিলামের টেবিল রীতিমতো গরম করে দেন তেওয়াটিয়া। তাকে দলে পেতে গুজরাট খরচ করে ৯ কোটি রুপি।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৪ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৫ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৫ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৬ ঘণ্টা আগে