ক্রীড়া ডেস্ক
দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৭ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে