ক্রীড়া ডেস্ক
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।
হাসানের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।
হাসানের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৮ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে