নিজস্ব প্রতিবেদক, দুবাই
মঙ্গলবার আইসিসির একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলনে থাকলেও বোলিং করেননি সাইফউদ্দিন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ও আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের তরুণ পেসবোলিং অলরাউন্ডার চোটে পড়ে ছিটকে গেছেন পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই।
সাইফউদ্দিনের জায়গায় মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন আগে থেকেই অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকা রুবেল হোসেন। ৪ ম্যাচে ৭ ইকোনমিতে ৫ উইকেট নেওয়া সাইফউদ্দিন প্রথম রাউন্ডে ভালো বোলিংই করেছেন। অবশ্য সুপার টুয়েলভসে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার। সামনে যখন তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ, তখনই দুঃসংবাদ—পিঠের চোটে ছিটকে গেছেন দল থেকে।
নুরুল হাসান সোহানেরও চোট নিয়ে চিন্তা আছে। গতকাল ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। দলীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে আজ সোহানের খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সকালে তাঁর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার আইসিসির একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলনে থাকলেও বোলিং করেননি সাইফউদ্দিন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ও আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের তরুণ পেসবোলিং অলরাউন্ডার চোটে পড়ে ছিটকে গেছেন পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই।
সাইফউদ্দিনের জায়গায় মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন আগে থেকেই অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকা রুবেল হোসেন। ৪ ম্যাচে ৭ ইকোনমিতে ৫ উইকেট নেওয়া সাইফউদ্দিন প্রথম রাউন্ডে ভালো বোলিংই করেছেন। অবশ্য সুপার টুয়েলভসে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার। সামনে যখন তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ, তখনই দুঃসংবাদ—পিঠের চোটে ছিটকে গেছেন দল থেকে।
নুরুল হাসান সোহানেরও চোট নিয়ে চিন্তা আছে। গতকাল ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। দলীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে আজ সোহানের খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সকালে তাঁর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে