ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা উত্তাপ না ছড়াক, তবু একটা মানসিক চাপ তো ছিলই। সেই চাপ কাটিয়ে ওঠার জন্য একদিনও সময় মেলেনি। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে দেখে অবশ্য এটা বোঝার উপায় ছিল না।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের ব্যাটে ভারতের শুরুটা হয়েছিল দারুণ। রানও উঠছিল তরতর করে। যদিও একপ্রান্তে রোহিতের চেয়ে একটু রয়েসয়ে ছিলেন গিল। তবে ইনিংসটা বড় করতে পারেননি। দুজনের ৮০ রানের জুটিও ভেঙেছে গিলের বিদায়ে। ২৫ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগের বলে বোল্ড হয়েছেন।
গিলের পর রোহিতকেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দুনিথ। ভারত অধিনায়ককে গিলের মতোই বোল্ড করে ফিরিয়েছেন ব্যক্তিগত ৫৩ রানে। রোহিতের ৪৮ বলের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো। ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দুনিথ দিয়েছেন বিরাট কোহলিকে ফিরিয়ে। আগের দিন পাকিস্তান বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭ তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।
তবে আজ সেই 'মুডে' দেখা যায়নি কোহলিকে। ৩ রান করতে ১১ বল খেলেছেন। ১২ তম বলে দুনিথের বলে দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফিরেছেন। তিন ডান হাতি ব্যাটারকেই শিকারে পরিণত করেছেন তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ। দারুণ ওপেনিং জুটির পর ১১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। এখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন পাকিস্তানের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। তাঁর সঙ্গে আছেন ইশান কিষান। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা উত্তাপ না ছড়াক, তবু একটা মানসিক চাপ তো ছিলই। সেই চাপ কাটিয়ে ওঠার জন্য একদিনও সময় মেলেনি। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে দেখে অবশ্য এটা বোঝার উপায় ছিল না।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের ব্যাটে ভারতের শুরুটা হয়েছিল দারুণ। রানও উঠছিল তরতর করে। যদিও একপ্রান্তে রোহিতের চেয়ে একটু রয়েসয়ে ছিলেন গিল। তবে ইনিংসটা বড় করতে পারেননি। দুজনের ৮০ রানের জুটিও ভেঙেছে গিলের বিদায়ে। ২৫ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগের বলে বোল্ড হয়েছেন।
গিলের পর রোহিতকেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দুনিথ। ভারত অধিনায়ককে গিলের মতোই বোল্ড করে ফিরিয়েছেন ব্যক্তিগত ৫৩ রানে। রোহিতের ৪৮ বলের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো। ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দুনিথ দিয়েছেন বিরাট কোহলিকে ফিরিয়ে। আগের দিন পাকিস্তান বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭ তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।
তবে আজ সেই 'মুডে' দেখা যায়নি কোহলিকে। ৩ রান করতে ১১ বল খেলেছেন। ১২ তম বলে দুনিথের বলে দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফিরেছেন। তিন ডান হাতি ব্যাটারকেই শিকারে পরিণত করেছেন তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ। দারুণ ওপেনিং জুটির পর ১১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। এখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন পাকিস্তানের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। তাঁর সঙ্গে আছেন ইশান কিষান। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।
জাতীয় লিগে (এনসিএল) সাধারণত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়; বিশেষ করে বাঁহাতি স্পিনাররা রাজত্ব করেন বেশি। এবার সেরা বোলারের তালিকায় ব্যতিক্রম ছবি—শীর্ষ পাঁচ বোলারের চারজনই পেসার। তবে সবার ওপরে আছেন ঢাকার এনামুল হক।
১ ঘণ্টা আগেভারত সফরের দলে কেইন উইলিয়ামসনের নাম ছিল ঠিকই। তবে কুঁচকির চোট থাকায় সিরিজের একটা ম্যাচও তাঁর খেলা হয়নি। সতীর্থদের সঙ্গে তাই উপভোগ করতে পারেননি ভারতের মাঠে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ। ভারত সিরিজ মিসের পর এবার উইলিয়ামসন হাতের নাগালে থাকা সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনে
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ১৯৯৩ সালে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলেছিল দল দুটি। এছাড়া আজ রাতে উয়েফা ইউরোপ
২ ঘণ্টা আগে