ক্রীড়া ডেস্ক
আইপিএল খেলে কাড়ি কাড়ি টাকা আয় করছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। বঞ্চিত শুধু পাকিস্তানিরা। দুই দেশের শীতল সম্পর্কের কারণে চাইলেও ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ নেই পাকিস্তানি ক্রিকেটারদের। আইপিএলের নিলামে অপেক্ষাকৃত কম আলোচিত ক্রিকেটারেরও দাম যখন ওঠে কোটি টাকা, তখন খেলার সুযোগ না পাওয়ার জন্য যেকোনো ক্রিকেটারেরই আফসোস হওয়ার কথা!
সেই আফসোস থেকেই কি না, পাকিস্তানি পেসার হাসান আলী জানিয়ে দিলেন, আইপিএলে খেলতে চান তিনি। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পেসার বললেন, ‘সব খেলোয়াড়ই আইপিএল খেলতে চান। আমারও ইচ্ছা সেখানে খেলার। বিশ্বে এটাই সবচেয়ে বড় (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) লিগ। ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি খেলতে চাই।’
পাকিস্তানি পেসার, এর বাইরেও একটা পরিচিতি আছে হাসান আলীর—ভারতের জামাই। ২০১৯ সালের আগস্টে হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করেন হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়ার স্বামী হওয়ার পর থেকেই ভারতের জামাই হিসেবেও কেউ কেউ ডেকে থাকেন তাঁকে। ভারতে বিশ্বকাপ খেলে দলের সবাই দেশে ফিরে গেলেও ভারতেই রয়ে গেছেন হাসান।
আইপিএলে খেলার পাশাপাশি আরও একটা ইচ্ছার কথা জানিয়েছেন হাসান আলী। দুই দেশের ক্রিকেট সম্পর্ক চালু দেখতে চান, দেখতে চান ভারত নিয়মিত পাকিস্তান সফর করছে। হাসানের ভাষায়, ‘পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট খেলা উচিত। সব দলই পাকিস্তানে খেলছে। নিউজিল্যান্ড এসেছে। নিরাপত্তার হুমকির কারণে দেশে ফিরে গেছে এবং আবার পাকিস্তানে এসে পুরো সিরিজ খেলেছে। সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হয়েছে তাদের। ভারতেরও অবশ্যই পাকিস্তানে এসে খেলা উচিত।’
আইপিএল খেলে কাড়ি কাড়ি টাকা আয় করছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। বঞ্চিত শুধু পাকিস্তানিরা। দুই দেশের শীতল সম্পর্কের কারণে চাইলেও ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ নেই পাকিস্তানি ক্রিকেটারদের। আইপিএলের নিলামে অপেক্ষাকৃত কম আলোচিত ক্রিকেটারেরও দাম যখন ওঠে কোটি টাকা, তখন খেলার সুযোগ না পাওয়ার জন্য যেকোনো ক্রিকেটারেরই আফসোস হওয়ার কথা!
সেই আফসোস থেকেই কি না, পাকিস্তানি পেসার হাসান আলী জানিয়ে দিলেন, আইপিএলে খেলতে চান তিনি। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পেসার বললেন, ‘সব খেলোয়াড়ই আইপিএল খেলতে চান। আমারও ইচ্ছা সেখানে খেলার। বিশ্বে এটাই সবচেয়ে বড় (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) লিগ। ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি খেলতে চাই।’
পাকিস্তানি পেসার, এর বাইরেও একটা পরিচিতি আছে হাসান আলীর—ভারতের জামাই। ২০১৯ সালের আগস্টে হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করেন হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়ার স্বামী হওয়ার পর থেকেই ভারতের জামাই হিসেবেও কেউ কেউ ডেকে থাকেন তাঁকে। ভারতে বিশ্বকাপ খেলে দলের সবাই দেশে ফিরে গেলেও ভারতেই রয়ে গেছেন হাসান।
আইপিএলে খেলার পাশাপাশি আরও একটা ইচ্ছার কথা জানিয়েছেন হাসান আলী। দুই দেশের ক্রিকেট সম্পর্ক চালু দেখতে চান, দেখতে চান ভারত নিয়মিত পাকিস্তান সফর করছে। হাসানের ভাষায়, ‘পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট খেলা উচিত। সব দলই পাকিস্তানে খেলছে। নিউজিল্যান্ড এসেছে। নিরাপত্তার হুমকির কারণে দেশে ফিরে গেছে এবং আবার পাকিস্তানে এসে পুরো সিরিজ খেলেছে। সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হয়েছে তাদের। ভারতেরও অবশ্যই পাকিস্তানে এসে খেলা উচিত।’
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
৫ ঘণ্টা আগেনা এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
৬ ঘণ্টা আগে২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ম্যাচটি হয়েছিল নাইরোবিতে। ২৫ বছর পর দুবাইয়ে আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ৪ উইকেটে জিতে এবার পুরোনো বদলা নিল ভারত।
৬ ঘণ্টা আগেভারতের লক্ষ্য ২৫ বছরের বদলা নেওয়া। নিউজিল্যান্ডের উদ্দেশ্য সেই ভারতকে কাঁদিয়ে আরও একটি আইসিসির শিরোপা জেতা। এই দুইয়ের মিশেলে দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ভারত-নিউজিল্যান্ড ফাইনাল জমে উঠেছে। দলের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হওয়াতে চাপে ভারত।
৮ ঘণ্টা আগে