নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএল শুরুর আগে ঘুরেফিরে পুরোনো ইস্যুগুলো নতুন করে আলোচনায়। বিপিএলের দশম সংস্করণ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো অধিনায়ক ঘোষণার সাহস দেখায়নি! এমনকি জার্সিও দেখা যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কিংবা দলের স্বীকৃত এক্স কিংবা ফেসবুক পেজে।
তবে এবার শুরুর আগে ইতিবাচক একটা দিকও দেখা গেছে। ভালো প্রস্তুতির জন্য ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুশীলন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বশেষ সংস্করণেও দেখা গেছে, মিরপুর একাডেমি মাঠে কয়েকটি দল একই সময়ে অনুশীলন করছে। কিংবা সূচি করে অনুশীলন করত একই মাঠে। তাতে চাপ পড়ত মাঠের ওপর। প্রস্তুতির পর্যাপ্ত সময়ও পেত না ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই চাপ এবার কিছুটা কমই নেবে একাডেমি মাঠ।
২০২৪ বিপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য আলাদা ভেন্যু ব্যবহার করবে। আগেরবারের মতো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও অনুশীলন করবে সাকিব মাসকো একাডেমিতে। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আগামী শনিবার থেকে প্রস্তুতি শুরু করবেন কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনুশীলন করবে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি)। নারায়ণগঞ্জের এই একাডেমিতে অনুশীলনসহ ৪ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আলাদা ভেন্যু হওয়ায় ভালো প্রস্তুতির আশা দেখছেন সিলেটের কোচ রাজিন সালেহ। আজকের পত্রিকাকে বললেন, ‘ভালো দিক এটা, একটা দলের জন্য প্রস্তুতি দরকার। সব দল মিরপুরে অনুশীলন করলে একটু হযবরল হয়ে যায়। একটা দলের জন্য আদর্শ প্রস্তুতি হয় না। অবশ্যই আমরা ম্যাচের ২ দিন আগে মিরপুরে অনুশীলন করব। এর আগে একটা প্রস্তুতি নিতে চাই। মধ্যমাঠের প্রস্তুতিটাও খুব জরুরি। এ জন্য আমরা পিকেএসপিতে অনুশীলন করব।’
রংপুর রাইডার্স নিজস্ব ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ইতিমধ্যে দুই দিন অনুশীলন করেছে। খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, বিপিএল শুরুর আগে তাঁরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠ ব্যবহার করবেন। কাল থেকে প্রস্তুতি শুরু করার কথা তাঁদের। টুর্নামেন্ট শুরু হলে সব দলই মাঝেমধ্যে একাডেমি মাঠে অনুশীলন করবে। দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল পুরো টুর্নামেন্টেই ব্যবহার করবে।
বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘এটা আসলে ভালো দিক। সব দল মিরপুরে অনুশীলন করলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় মেলে না। এবার সেই অস্বস্তি কমে যাবে। এটি ইতিবাচক দিক বলা যায়।’ আগামী রোববার থেকে অনুশীলন শুরু করবে তাঁর দল।
বিপিএল শুরুর আর ৮ দিন বাকি থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো অধিনায়ক ঘোষণা করতে পারেনি। বিপিএলে অধিনায়ক ইস্যুতে অনেকবারই নাটকীয়তা ছিল।
টুর্নামেন্টের মধ্যেও বিভিন্ন সময় অধিনায়ক পরিবর্তনের ঘটনা ঘটেছে। স্পনসরের অপেক্ষায় থাকায় জার্সিও প্রকাশ্যে আনতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবার শেষ সময়ে তড়িঘড়ি করে জার্সি দেওয়ায় সাইজ নিয়ে অস্বস্তিতে ছিলেন খেলোয়াড়েরা। ফ্র্যাঞ্চাইজির হেলমেট না পেয়ে জাতীয় দলের হেলমেট পরে ব্যাটিংয়ে নামার ঘটনাও ঘটেছে; সেসবের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
তবে প্রযুক্তিগতভাবে বিপিএলকে এবার আরও আধুনিক ও নান্দনিকতা দেওয়ার চেষ্টা করছে টুর্নামেন্ট গভর্নিং বডি। ৩৪-৩৬ ক্যামেরা, ফোরকে ইউএইচডি, টুয়েলভ-জি সিগন্যাল, স্পাইডার, ড্রোন ও বাগি ক্যামেরা, জিঙ্ক বেল ও এলইডি স্টাম্পের সংযোজনের চেষ্টা করছে তারা। শুরু থেকেই থাকছে আলোচিত ডিআরএস এবং হকআই প্রযুক্তি।
প্রতিবার নানা অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় বিপিএল সমালোচিত হয়, এবার কতটা মুক্ত হতে পারবে? এ প্রসঙ্গে গতকাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘একটা টুর্নামেন্ট চলতে গেলে অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালোভাবেই শেষ হবে।’
বিপিএল শুরুর আগে ঘুরেফিরে পুরোনো ইস্যুগুলো নতুন করে আলোচনায়। বিপিএলের দশম সংস্করণ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো অধিনায়ক ঘোষণার সাহস দেখায়নি! এমনকি জার্সিও দেখা যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কিংবা দলের স্বীকৃত এক্স কিংবা ফেসবুক পেজে।
তবে এবার শুরুর আগে ইতিবাচক একটা দিকও দেখা গেছে। ভালো প্রস্তুতির জন্য ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুশীলন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বশেষ সংস্করণেও দেখা গেছে, মিরপুর একাডেমি মাঠে কয়েকটি দল একই সময়ে অনুশীলন করছে। কিংবা সূচি করে অনুশীলন করত একই মাঠে। তাতে চাপ পড়ত মাঠের ওপর। প্রস্তুতির পর্যাপ্ত সময়ও পেত না ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই চাপ এবার কিছুটা কমই নেবে একাডেমি মাঠ।
২০২৪ বিপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য আলাদা ভেন্যু ব্যবহার করবে। আগেরবারের মতো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও অনুশীলন করবে সাকিব মাসকো একাডেমিতে। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আগামী শনিবার থেকে প্রস্তুতি শুরু করবেন কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনুশীলন করবে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি)। নারায়ণগঞ্জের এই একাডেমিতে অনুশীলনসহ ৪ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আলাদা ভেন্যু হওয়ায় ভালো প্রস্তুতির আশা দেখছেন সিলেটের কোচ রাজিন সালেহ। আজকের পত্রিকাকে বললেন, ‘ভালো দিক এটা, একটা দলের জন্য প্রস্তুতি দরকার। সব দল মিরপুরে অনুশীলন করলে একটু হযবরল হয়ে যায়। একটা দলের জন্য আদর্শ প্রস্তুতি হয় না। অবশ্যই আমরা ম্যাচের ২ দিন আগে মিরপুরে অনুশীলন করব। এর আগে একটা প্রস্তুতি নিতে চাই। মধ্যমাঠের প্রস্তুতিটাও খুব জরুরি। এ জন্য আমরা পিকেএসপিতে অনুশীলন করব।’
রংপুর রাইডার্স নিজস্ব ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ইতিমধ্যে দুই দিন অনুশীলন করেছে। খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, বিপিএল শুরুর আগে তাঁরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠ ব্যবহার করবেন। কাল থেকে প্রস্তুতি শুরু করার কথা তাঁদের। টুর্নামেন্ট শুরু হলে সব দলই মাঝেমধ্যে একাডেমি মাঠে অনুশীলন করবে। দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল পুরো টুর্নামেন্টেই ব্যবহার করবে।
বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘এটা আসলে ভালো দিক। সব দল মিরপুরে অনুশীলন করলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় মেলে না। এবার সেই অস্বস্তি কমে যাবে। এটি ইতিবাচক দিক বলা যায়।’ আগামী রোববার থেকে অনুশীলন শুরু করবে তাঁর দল।
বিপিএল শুরুর আর ৮ দিন বাকি থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো অধিনায়ক ঘোষণা করতে পারেনি। বিপিএলে অধিনায়ক ইস্যুতে অনেকবারই নাটকীয়তা ছিল।
টুর্নামেন্টের মধ্যেও বিভিন্ন সময় অধিনায়ক পরিবর্তনের ঘটনা ঘটেছে। স্পনসরের অপেক্ষায় থাকায় জার্সিও প্রকাশ্যে আনতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবার শেষ সময়ে তড়িঘড়ি করে জার্সি দেওয়ায় সাইজ নিয়ে অস্বস্তিতে ছিলেন খেলোয়াড়েরা। ফ্র্যাঞ্চাইজির হেলমেট না পেয়ে জাতীয় দলের হেলমেট পরে ব্যাটিংয়ে নামার ঘটনাও ঘটেছে; সেসবের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
তবে প্রযুক্তিগতভাবে বিপিএলকে এবার আরও আধুনিক ও নান্দনিকতা দেওয়ার চেষ্টা করছে টুর্নামেন্ট গভর্নিং বডি। ৩৪-৩৬ ক্যামেরা, ফোরকে ইউএইচডি, টুয়েলভ-জি সিগন্যাল, স্পাইডার, ড্রোন ও বাগি ক্যামেরা, জিঙ্ক বেল ও এলইডি স্টাম্পের সংযোজনের চেষ্টা করছে তারা। শুরু থেকেই থাকছে আলোচিত ডিআরএস এবং হকআই প্রযুক্তি।
প্রতিবার নানা অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় বিপিএল সমালোচিত হয়, এবার কতটা মুক্ত হতে পারবে? এ প্রসঙ্গে গতকাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘একটা টুর্নামেন্ট চলতে গেলে অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালোভাবেই শেষ হবে।’
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১১ ঘণ্টা আগে