ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের তীর্থভূমি উপাধি লর্ডস পেয়ে গেছে অনেক আগেই। এ মাঠেই হয়েছে হাজার হাজার রেকর্ড। ক্রিকেটের ঐতিহাসিক এই স্টেডিয়ামও নতুন করে সংস্কারের পরিকল্পনা চলছে। তাতে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) আজ এক প্রতিবেদনে জানা গেছে, লর্ডস পুনরায় সংস্কার করতে ৬ কোটি ১৮ লাখ পাউন্ডের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৯০৪ কোটি ৮৯ লাখ টাকা। স্টেডিয়ামের আসন সংখ্যা আরও ১১০০ বাড়ানো হবে। বর্তমানের অ্যালেন স্ট্যান্ড ভেঙে দেওয়া হবে। এখানে এক তলা বাড়িয়ে পুন: নির্মাণ করা হবে। একই সঙ্গে ট্যাভার্ন স্ট্যান্ডের ওপর চতুর্থ স্তর বসানো হবে। পুন: সংস্করণে স্টেডিয়ামে খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত করা হবে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলেছে। সেপ্টেম্বরে পুন: নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। ২০২৭ সালের মধ্যে সেটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের ভোটে তা পাশ হয়েছে গত সপ্তাহেই।
এ বছরের শুরুতে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, তারা লর্ডস ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির অধীনেই চলে ক্লাবটি। এর আগে ২০২১ সালে লর্ডসের কম্পটন ও এদরিচ স্ট্যান্ড পুন: সংস্কার করা হয়। তখন খরচ হয়েছিল ৫ কোটি ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৭৬ কোটি ৫ লাখ টাকা।
ক্রিকেটের তীর্থভূমি উপাধি লর্ডস পেয়ে গেছে অনেক আগেই। এ মাঠেই হয়েছে হাজার হাজার রেকর্ড। ক্রিকেটের ঐতিহাসিক এই স্টেডিয়ামও নতুন করে সংস্কারের পরিকল্পনা চলছে। তাতে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) আজ এক প্রতিবেদনে জানা গেছে, লর্ডস পুনরায় সংস্কার করতে ৬ কোটি ১৮ লাখ পাউন্ডের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৯০৪ কোটি ৮৯ লাখ টাকা। স্টেডিয়ামের আসন সংখ্যা আরও ১১০০ বাড়ানো হবে। বর্তমানের অ্যালেন স্ট্যান্ড ভেঙে দেওয়া হবে। এখানে এক তলা বাড়িয়ে পুন: নির্মাণ করা হবে। একই সঙ্গে ট্যাভার্ন স্ট্যান্ডের ওপর চতুর্থ স্তর বসানো হবে। পুন: সংস্করণে স্টেডিয়ামে খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত করা হবে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলেছে। সেপ্টেম্বরে পুন: নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। ২০২৭ সালের মধ্যে সেটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের ভোটে তা পাশ হয়েছে গত সপ্তাহেই।
এ বছরের শুরুতে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, তারা লর্ডস ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির অধীনেই চলে ক্লাবটি। এর আগে ২০২১ সালে লর্ডসের কম্পটন ও এদরিচ স্ট্যান্ড পুন: সংস্কার করা হয়। তখন খরচ হয়েছিল ৫ কোটি ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৭৬ কোটি ৫ লাখ টাকা।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
১ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে