ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে মাঠে যখন দুই দলের লড়াই চলবে, তখন প্রিয় দলের জন্য গলা ফাটাবেন সমর্থকেরা। আর ধারাভাষ্যকক্ষে বসে ঘটনার প্রতিটি মুহূর্তকে কথার জাদুতে ছড়িয়ে দেবেন ধারাভাষ্যকারেরা। বিশ্বকাপে তারকাখচিত ধারাভাষ্যকারদের তালিকায় আছেন আতহার আলি খান।
বিশ্বকাপ সামনে রেখে আজ ধারাভাষ্যকার ও সম্প্রচারকদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ধারাভাষ্যকক্ষে মজার মজার কথা বলতে আতহারের সঙ্গে থাকছেন সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জেরেকার, কেটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক ন্যানেস, স্যামুয়েল বদ্রি, রাসেল আর্নল্ডের মতো তারকারা। পাশাপাশি মাইক হাতে দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আনজুম চোপরা, মাইকেল আথারটনের মতো কিংবদন্তি অধিনায়কদের। লর্ডসে গত বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্মরণীয় ফাইনালে ধারাভাষ্য দিয়েছিলেন নাসের হুসাইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। এবার ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও থাকছেন তাঁরা।
ম্যাচ পূর্ব ও পরবর্তী অনুষ্ঠান ও ইনিংস বিরতি প্রোগ্রাম কাভারেজ করবে আইসিসি টিভি। এই অনুষ্ঠানে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তাঁদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন শেন ওয়াটসন, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেনের মতো সাবেক বিশ্বকাপজয়ী তারকারা। সম্প্রচারকদের মধ্যে থাকছেন অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ভোগলের সঙ্গে থাকছেন মার্ক নিকোলাস, মার্ক হাওয়ার্ড, ইয়ান ওয়ার্ড, কাস নাইডু ও নাটালি জার্মানোস।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের আদলেই হচ্ছে এই বিশ্বকাপ। দশ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ডে হবে ৪২ ম্যাচ। এরপর হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।
বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা:
আতহার আলি খান (বাংলাদেশ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ইয়ন মরগান (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), রমিজ রাজা (পাকিস্তান), রবি শাস্ত্রী (ভারত), ইয়ান স্মিথ (নিউজিল্যান্ড), ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ),
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), সুনীল গাভাস্কার (ভারত), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), আনজুম চোপরা (ভারত), মাইকেল আথারটন (ইংল্যান্ড), সাইমন ডুল (নিউজিল্যান্ড), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), কেটি মার্টিন (নিউজিল্যান্ড), দিনেশ কার্তিক (ভারত), ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা), লিসা স্থালেকার (অস্ট্রেলিয়া), পুমেলো এমবাঙ্গোয়া (জিম্বাবুয়ে), নাসের হুসাইন (ইংল্যান্ড),
বিশ্বকাপের সম্প্রচারক: হার্শা ভোগলে (ভারত), কাস নাইডু (দক্ষিণ আফ্রিকা), মার্ক নিকোলাস (ইংল্যান্ড), নাটালি জার্মানোস (অস্ট্রেলিয়া), মার্ক হাওয়ার্ড (অস্ট্রেলিয়া), ইয়ান ওয়ার্ড (ইংল্যান্ড)
বিশ্বকাপে মাঠে যখন দুই দলের লড়াই চলবে, তখন প্রিয় দলের জন্য গলা ফাটাবেন সমর্থকেরা। আর ধারাভাষ্যকক্ষে বসে ঘটনার প্রতিটি মুহূর্তকে কথার জাদুতে ছড়িয়ে দেবেন ধারাভাষ্যকারেরা। বিশ্বকাপে তারকাখচিত ধারাভাষ্যকারদের তালিকায় আছেন আতহার আলি খান।
বিশ্বকাপ সামনে রেখে আজ ধারাভাষ্যকার ও সম্প্রচারকদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ধারাভাষ্যকক্ষে মজার মজার কথা বলতে আতহারের সঙ্গে থাকছেন সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জেরেকার, কেটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক ন্যানেস, স্যামুয়েল বদ্রি, রাসেল আর্নল্ডের মতো তারকারা। পাশাপাশি মাইক হাতে দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আনজুম চোপরা, মাইকেল আথারটনের মতো কিংবদন্তি অধিনায়কদের। লর্ডসে গত বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্মরণীয় ফাইনালে ধারাভাষ্য দিয়েছিলেন নাসের হুসাইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। এবার ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও থাকছেন তাঁরা।
ম্যাচ পূর্ব ও পরবর্তী অনুষ্ঠান ও ইনিংস বিরতি প্রোগ্রাম কাভারেজ করবে আইসিসি টিভি। এই অনুষ্ঠানে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তাঁদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন শেন ওয়াটসন, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেনের মতো সাবেক বিশ্বকাপজয়ী তারকারা। সম্প্রচারকদের মধ্যে থাকছেন অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ভোগলের সঙ্গে থাকছেন মার্ক নিকোলাস, মার্ক হাওয়ার্ড, ইয়ান ওয়ার্ড, কাস নাইডু ও নাটালি জার্মানোস।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের আদলেই হচ্ছে এই বিশ্বকাপ। দশ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ডে হবে ৪২ ম্যাচ। এরপর হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।
বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা:
আতহার আলি খান (বাংলাদেশ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ইয়ন মরগান (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), রমিজ রাজা (পাকিস্তান), রবি শাস্ত্রী (ভারত), ইয়ান স্মিথ (নিউজিল্যান্ড), ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ),
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), সুনীল গাভাস্কার (ভারত), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), আনজুম চোপরা (ভারত), মাইকেল আথারটন (ইংল্যান্ড), সাইমন ডুল (নিউজিল্যান্ড), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), কেটি মার্টিন (নিউজিল্যান্ড), দিনেশ কার্তিক (ভারত), ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা), লিসা স্থালেকার (অস্ট্রেলিয়া), পুমেলো এমবাঙ্গোয়া (জিম্বাবুয়ে), নাসের হুসাইন (ইংল্যান্ড),
বিশ্বকাপের সম্প্রচারক: হার্শা ভোগলে (ভারত), কাস নাইডু (দক্ষিণ আফ্রিকা), মার্ক নিকোলাস (ইংল্যান্ড), নাটালি জার্মানোস (অস্ট্রেলিয়া), মার্ক হাওয়ার্ড (অস্ট্রেলিয়া), ইয়ান ওয়ার্ড (ইংল্যান্ড)
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩৮ মিনিট আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে