শুরুতেই ধাক্কা খেল তারকাসমৃদ্ধ মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা প্রত্যাশী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের বেশ কয়েকজন তারকা আছে তাদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টের শুরুতে পেল না ধানমন্ডির ক্লাবটি। তাদের ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে বসল মোহামেডান। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪১ রানে হেরেছে শুভাগত হোম চৌধুরী। শাইনপুকুরের ছুড়ে দেওয়া ২৫০ রানের জবাব দিতে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় তারকাসমৃদ্ধ মোহামেডান। প্রথমবারের মতো ডিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজে এদিন থাকলেন নিষ্প্রভ। হার দিয়েই লিগে অভিষেক হলো তার। 

মোহামেডান ধরাশায়ী হলেও প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ধানমন্ডির আরকে ক্লাব শেখ জামাল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২২১ রানে বেঁধে ফেলার পর ৬ উইকেটের জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। বৃথাই গেল অমিত হাসানের ১০৭ রানের অপরাজিত ইনিংসটা। শেখ জামালের পক্ষে সৈকত আলি ৬৩, সাইফ হাসান ৬২ ও জহুরুল ইসলাম ৪৭ রান করেন। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওপেনার সাইফ। 

তবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে পাদপ্রদীপে ছিল মোহামেডান-শাইনপুকুর ম্যাচটা। টস হেরে ব্যাটিংয়ে নেমে রাকিন আহমেদ (৩৯), সিকান্দার রাজা (৪২), সাজ্জাদুল হক রিপন (৭০) ও আলাউদ্দিন বাবুর (৪৬) দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে শাইনপুকুর। শেষজন দশ নম্বরে নেমে ১৯ বলের বিস্ফোরক ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান। পরে বল হাতে ২ উইকেট নিয়ে বাবুই হয়েছেন ম্যাচ সেরা। 

কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে থাকে মোহামেডান। ৫৪ রান করা ওপেনার পারভেজ হোসেন ইমন এক প্রান্ত আগলে রেখে আশা দেখানোর পর ফিরে যান। আসলে ৯৬ রানের মধ্যে ৬ উইকেট হারানোর যে চাপ সেটা সামলে উঠতে পারেননি ইমন। শেষ দিকে সোহরাওয়ার্দি শুভ ও ইয়াসিন আরাফাত মিশু শাইনপুকুরের জয়ের অপেক্ষাই বাড়িয়েছেন। শুভ ৫২ ও মিশু ৩৮ রানে আউট হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত