ক্রীড়া ডেস্ক
নিজেকে সব সময় আলোচনায় রাখতে ভালোবাসেন শোয়েব আখতার। সেটা হোক ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব পরিচিত মুখ পাকিস্তানে সাবেক গতিতারকা। শহীদ আফ্রিদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবার আফ্রিদির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন শোয়েব।
ভিডিওতে পাশাপাশি দুজনের খুনসুটি পাকিস্তান সমর্থকেরা দারুণ উপভোগ করেছেন। ভিডিওর মন্তব্য ঘরে (কমেন্ট বক্সে) সেটা জানিয়েছেন তাঁরা। ভিডিওতে আফ্রিদির সঙ্গে নিজের কিছু ‘সমস্যার’ কথা বলেন শোয়েব। সমস্যার কথা শুনে অবাক হওয়ার পরক্ষণে সবার ভুল ভাঙান শোয়েব। বলেন, ‘আমার চেয়ে আফ্রিদি দেখতে অনেক বেশি সুন্দর।’
সৌন্দর্য দিয়ে গ্যালারিতেও কম ‘ভোগান্তি’ পোহাতে হয়নি আফ্রিদিকে। দারুণ মোহনীয় চুলেও নজর কেড়েছেন তরুণীদের। আফ্রিদির সঙ্গে সমস্যা হিসেবে শোয়েব বললেন, ‘আমার চেয়ে আফ্রিদির চুল বেশি।’
খেলোয়াড়ি জীবনে বড় ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন আফ্রিদি। অনেকেই তো আদর করে তাঁকে ডাকেন ‘বুম বুম আফ্রিদি’ নামে। অন্য দিকে ছক্কার বদলে বোলিংয়ে ঝড় তুলতে বিখ্যাত ছিলেন শোয়েব। প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ছিন্নভিন্ন করতে তাঁর জুড়ি নেই। আফ্রিদির মতো বড় ছক্কা মারতে না পারাকেও তাঁর সঙ্গে সবচেয়ে বড় সমস্যা বলছেন শোয়েব। জনপ্রিয়তায় একজন আরেকজনকে টেক্কা দেন পাল্লা দিয়ে। তবে শোয়েব বললেন, ‘আফ্রিদি সব সময় আমার চেয়ে বেশি জনপ্রিয়।’
নিজেকে সব সময় আলোচনায় রাখতে ভালোবাসেন শোয়েব আখতার। সেটা হোক ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব পরিচিত মুখ পাকিস্তানে সাবেক গতিতারকা। শহীদ আফ্রিদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবার আফ্রিদির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন শোয়েব।
ভিডিওতে পাশাপাশি দুজনের খুনসুটি পাকিস্তান সমর্থকেরা দারুণ উপভোগ করেছেন। ভিডিওর মন্তব্য ঘরে (কমেন্ট বক্সে) সেটা জানিয়েছেন তাঁরা। ভিডিওতে আফ্রিদির সঙ্গে নিজের কিছু ‘সমস্যার’ কথা বলেন শোয়েব। সমস্যার কথা শুনে অবাক হওয়ার পরক্ষণে সবার ভুল ভাঙান শোয়েব। বলেন, ‘আমার চেয়ে আফ্রিদি দেখতে অনেক বেশি সুন্দর।’
সৌন্দর্য দিয়ে গ্যালারিতেও কম ‘ভোগান্তি’ পোহাতে হয়নি আফ্রিদিকে। দারুণ মোহনীয় চুলেও নজর কেড়েছেন তরুণীদের। আফ্রিদির সঙ্গে সমস্যা হিসেবে শোয়েব বললেন, ‘আমার চেয়ে আফ্রিদির চুল বেশি।’
খেলোয়াড়ি জীবনে বড় ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন আফ্রিদি। অনেকেই তো আদর করে তাঁকে ডাকেন ‘বুম বুম আফ্রিদি’ নামে। অন্য দিকে ছক্কার বদলে বোলিংয়ে ঝড় তুলতে বিখ্যাত ছিলেন শোয়েব। প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ছিন্নভিন্ন করতে তাঁর জুড়ি নেই। আফ্রিদির মতো বড় ছক্কা মারতে না পারাকেও তাঁর সঙ্গে সবচেয়ে বড় সমস্যা বলছেন শোয়েব। জনপ্রিয়তায় একজন আরেকজনকে টেক্কা দেন পাল্লা দিয়ে। তবে শোয়েব বললেন, ‘আফ্রিদি সব সময় আমার চেয়ে বেশি জনপ্রিয়।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে