স্বপ্ন পূরণ করে ৯ বছর পর দেখলেন মায়ের মুখ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ২৩: ৩২

স্বপ্ন পূরণে মানুষ কত কিছুই না করে। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছরের এক কিশোর যেমন প্রায় এক দশক আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়ার সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিষ্ঠিত ক্রিকেটার না হয়ে ঘরে ফিরবেন না তিনি। গল্পটা কুমার কার্তিকেয় সিং নামের এক স্বপ্নবাজ তরুণের। 

প্রায় দশ বছর আগে কিশোর বয়সে ঘর ছাড়া কার্তিকেয় গত আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মোহাম্মদ আরশাদ খানের জায়গায় বাঁহাতি স্পিনার কার্তিকেয়কে চুক্তিবদ্ধ করেছিল মুম্বাই । স্বপ্ন যেহেতু ছুঁয়েই ফেলেছেন এবার তবে বাড়ি ফেরা যেতে পারে। ১৫ বছরের সেই কিশোর কার্তিকেয়  ২৪ বছরের তরুণ হয়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

২০২২ আইপিএল মাতানো কার্তিকেয় অবশেষে বাড়ি ফিরেছেন। ৯ বছর ৩ মাস পর দেখেছেন মায়ের মুখ। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন কার্তিকেয়। লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হলো। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 

বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় সিংয়ের জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বাবা উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। পরিবারের আয়ের উৎস এটাই। নিজের ক্রিকেট খেলা চালিয়ে যেতে কার্তিকেয়কে তাই শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল। তবু স্বপ্নের পেছনে ছুটে চলা অব্যাহত রেখেছিলেন। 

একসময় তো ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি যখন দিল্লি যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্রিকেটার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন কার্তিকেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত