লাইছ ত্বোহা
ব্যাটিংয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) দারুণ গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাঁর ভালো লাগাটা অন্য রকমই হওয়ার কথা। তাঁর অভিব্যক্তিতেও সেটি পরিষ্কার, ‘আসলেই অনেক ভালো লাগছে।’
৭ ফিফটি, ১ সেঞ্চুরি, ৪৬. ২১ গড়, টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন অঙ্কন। গত কয়েক মৌসুমে পারফরম্যান্সে পিছিয়ে থাকা মোহামেডান হয়েছে ডিপিএলের রানার্সআপ। এটাও একটি ‘অর্জন’ মনে করেন অঙ্কন। নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে ২৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার বলেন, ‘বছরে একটা লিস্ট “এ” টুর্নামেন্ট, সেখানে সব সময় লক্ষ্য ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারলে অনেক ভালো লাগবে। দল হিসেবে আমরা রানার্সআপ হতে পেরেছি, এটাও আমার কাছে অনেক বড় অর্জন।’
মোহামেডানের বেশির ভাগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অঙ্কন নিজের ব্যাটিং নিয়ে আরেকটু খুলে বললেন, ‘আমি যে ভূমিকাটা পালন করি, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল চেয়েছে এক দিক থেকে লম্বা সময় ব্যাটিং করি। তখন দেখা গেছে দল ভালো করছে। ব্যাপারটা আমিও উপভোগ করেছি।’
সর্বশেষে বিসিএল ওয়ানডেতে সর্বোচ্চ ২৩৬ রান করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন অঙ্কন। গড়ও চোখ কপালে ওঠার মতোই—২৩৬! বিসিএল বড় দৈর্ঘ্যের সংস্করণ, এনসিএলেও ধারাবাহিক অঙ্কন এবার ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কন স্বপ্ন দেখছেন জাতীয় দলের দুয়ারে পা রাখার। তবে সেটি তিনি সময়ের হাতেই ছেড়ে দিচ্ছেন, ‘পারফরম্যান্স যখন ওই পর্যায়ের হবে, তখনই আল্লাহ ওই সুযোগটা দেবেন। চেষ্টা থাকবে আরও ভালো করার। ভালো পারফরম্যান্স যদি ধারাবাহিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি অবশ্যই সুযোগ একসময় আসবে।’
৫০ ওভারের ক্রিকেটে ৭৭ ইনিংসে ২৫ ফিফটি, ৩ সেঞ্চুরি, ৪২. ৫৫ গড়, ২৮৫১ রান। বাকি দুই সংস্করণে পরিসংখ্যান এখনো উজ্জ্বল নয়। এর ব্যাখ্যায় অঙ্কন বললেন, ‘লিস্ট ‘‘এ’’ ক্রিকেটেই শুধু প্রথম থেকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। এক মৌসুমে নিচের দিকে ব্যাটিং করেছিলাম; অতটা ভালো হয়নি। গত পাঁচ বছরের মধ্যে চার বছরই দেখা গেছে টপ অর্ডারে ব্যাট করার কারণে টপ ফাইভ বা টেনে ছিলাম, এবার শীর্ষে থেকেছি। বাকি দুই সংস্করণ যেমন—এনসিএলে ৬-৭ নম্বরে, বিপিএল বা টি-টোয়েন্টিতে কখনো খেলছি, কখনো খেলিনি বা ব্যাটিং অর্ডারও নিচের দিকে ছিল। যদি টপ অর্ডারে খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে খেলতে পারি, ভালো করতে পারব।’
ব্যাটিংয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) দারুণ গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাঁর ভালো লাগাটা অন্য রকমই হওয়ার কথা। তাঁর অভিব্যক্তিতেও সেটি পরিষ্কার, ‘আসলেই অনেক ভালো লাগছে।’
৭ ফিফটি, ১ সেঞ্চুরি, ৪৬. ২১ গড়, টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন অঙ্কন। গত কয়েক মৌসুমে পারফরম্যান্সে পিছিয়ে থাকা মোহামেডান হয়েছে ডিপিএলের রানার্সআপ। এটাও একটি ‘অর্জন’ মনে করেন অঙ্কন। নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে ২৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার বলেন, ‘বছরে একটা লিস্ট “এ” টুর্নামেন্ট, সেখানে সব সময় লক্ষ্য ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারলে অনেক ভালো লাগবে। দল হিসেবে আমরা রানার্সআপ হতে পেরেছি, এটাও আমার কাছে অনেক বড় অর্জন।’
মোহামেডানের বেশির ভাগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অঙ্কন নিজের ব্যাটিং নিয়ে আরেকটু খুলে বললেন, ‘আমি যে ভূমিকাটা পালন করি, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল চেয়েছে এক দিক থেকে লম্বা সময় ব্যাটিং করি। তখন দেখা গেছে দল ভালো করছে। ব্যাপারটা আমিও উপভোগ করেছি।’
সর্বশেষে বিসিএল ওয়ানডেতে সর্বোচ্চ ২৩৬ রান করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন অঙ্কন। গড়ও চোখ কপালে ওঠার মতোই—২৩৬! বিসিএল বড় দৈর্ঘ্যের সংস্করণ, এনসিএলেও ধারাবাহিক অঙ্কন এবার ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কন স্বপ্ন দেখছেন জাতীয় দলের দুয়ারে পা রাখার। তবে সেটি তিনি সময়ের হাতেই ছেড়ে দিচ্ছেন, ‘পারফরম্যান্স যখন ওই পর্যায়ের হবে, তখনই আল্লাহ ওই সুযোগটা দেবেন। চেষ্টা থাকবে আরও ভালো করার। ভালো পারফরম্যান্স যদি ধারাবাহিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি অবশ্যই সুযোগ একসময় আসবে।’
৫০ ওভারের ক্রিকেটে ৭৭ ইনিংসে ২৫ ফিফটি, ৩ সেঞ্চুরি, ৪২. ৫৫ গড়, ২৮৫১ রান। বাকি দুই সংস্করণে পরিসংখ্যান এখনো উজ্জ্বল নয়। এর ব্যাখ্যায় অঙ্কন বললেন, ‘লিস্ট ‘‘এ’’ ক্রিকেটেই শুধু প্রথম থেকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। এক মৌসুমে নিচের দিকে ব্যাটিং করেছিলাম; অতটা ভালো হয়নি। গত পাঁচ বছরের মধ্যে চার বছরই দেখা গেছে টপ অর্ডারে ব্যাট করার কারণে টপ ফাইভ বা টেনে ছিলাম, এবার শীর্ষে থেকেছি। বাকি দুই সংস্করণ যেমন—এনসিএলে ৬-৭ নম্বরে, বিপিএল বা টি-টোয়েন্টিতে কখনো খেলছি, কখনো খেলিনি বা ব্যাটিং অর্ডারও নিচের দিকে ছিল। যদি টপ অর্ডারে খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে খেলতে পারি, ভালো করতে পারব।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে