নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২৮ মিনিট আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১ ঘণ্টা আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগে