Ajker Patrika

নাহিদের প্রথম ৫ উইকেটের পর বাংলাদেশের লিড ২১১

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৪
৫ উইকেট নিয়ে ফিরছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত
৫ উইকেট নিয়ে ফিরছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের পর সফরকারীরা কিংস্টন টেস্টের তৃতীয় দিন পার করেছে ২১১ রানের লিড নিয়ে। বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ১৪৬ রানে। ক্যারিবীয় ব্যাটারদের বেশিক্ষণ টিকে থাকতে দেননি রানা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নিয়েছেন ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

উইন্ডিজকে কম রানে বেধে ফেলে ব্যাটিংটাও দারুণ করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংস শুরু করে চাপে পড়েছিল সফরকারী দল। স্কোরবোর্ড শূন্য থাকা অবস্থায় ইনিংসের পঞ্চম বলে জেইডেন সিলস ফিরিয়ে দেন ওপেনার মাহমুদুল হাসান জয়কে (০)। তবে সেই ধাক্কা কাবু করতে পারেনি বাংলাদেশকে।

তৃতীয় উইকেটে আরেক ওপেনার সাদমান ইসলামের (৪৬) সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪২)। তবে আশা জাগিয়েও দুজনে ফিফটি বঞ্চিত হয়েছেন। তার আগে ফেরেন শাহাদাত হোসেন দিপু। ইনিংস বড় করার চেষ্টা করেও পারেননি উইকেটরক্ষক লিটন দাস (২৫)। লিডটা বাড়িয়ে নিতে তাইজুল ইসলামকে (৯) আজ রাতে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন জাকের আলী অনিক (২৯)।

উইন্ডিজের হয়ে ২ উইকেট নিয়েছেন শামার জোসেফ। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১৬৪ রান। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত