ক্রীড়া ডেস্ক
শেন ওয়ার্নের মৃত্যুর খবরটি ক্রীড়াপ্রেমীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কিন্তু ওয়ার্নের মৃত্যুকে আকস্মিক ঘটনা নয় বলে দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। একসময় ব্রাকনার দীর্ঘদিন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।
ওয়ার্নের মৃত্যুর পরপরই তাঁর পরিবার জানিয়েছিল, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা ও হাঁপানি ছিল। সেই সঙ্গে টানা ১৪ দিন ওয়ার্ন শুধু তরল খাবার গ্রহণ করেছিলেন ওজন কমাতে। ব্রাকনারও তাই মনে করেন, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়।
ব্রাকনার বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি। গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভ্যাসেও সমস্যা ছিল। সঙ্গে আরও অনেক অনিয়ম করত। তাই আবারও বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’
ওয়ার্নের মৃত্যুর পর তাঁর একসময়ের সতীর্থ ইয়ান হিলিও জানিয়েছিলেন, ওয়ার্নকে নিয়ে তাঁর ভয় ছিল বেপরোয়া জীবনযাপনের জন্য। যে কারণে প্রথম দুঃসংবাদটা পেয়ে তিনিও তেমন অবাক হননি! দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলার সৌজন্যে হিলিও খুব কাছ থেকে দেখেছেন ওয়ার্নকে।
হিলি বলেছেন, ‘ওর অসময়ে চলে যাওয়াটা আমাকে অন্তত বিস্মিত করেনি! ওয়ার্নি কখনোই নিজের শরীরের যত্ন নিত না। তাই ওর শারীরিক অবস্থার ভালো-খারাপ চলতেই থাকত। আমি জানি ত্বকে ঠিকঠাক ক্রিমও লাগাত না। ভেবেছিলাম, ত্বক নিয়ে না পরে বড় সমস্যায় পড়ে। তবে মাত্র ৫২ বছরেই বন্ধু চলে যাবে ভাবিনি।’
শেন ওয়ার্নের মৃত্যুর খবরটি ক্রীড়াপ্রেমীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কিন্তু ওয়ার্নের মৃত্যুকে আকস্মিক ঘটনা নয় বলে দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। একসময় ব্রাকনার দীর্ঘদিন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।
ওয়ার্নের মৃত্যুর পরপরই তাঁর পরিবার জানিয়েছিল, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা ও হাঁপানি ছিল। সেই সঙ্গে টানা ১৪ দিন ওয়ার্ন শুধু তরল খাবার গ্রহণ করেছিলেন ওজন কমাতে। ব্রাকনারও তাই মনে করেন, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়।
ব্রাকনার বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি। গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভ্যাসেও সমস্যা ছিল। সঙ্গে আরও অনেক অনিয়ম করত। তাই আবারও বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’
ওয়ার্নের মৃত্যুর পর তাঁর একসময়ের সতীর্থ ইয়ান হিলিও জানিয়েছিলেন, ওয়ার্নকে নিয়ে তাঁর ভয় ছিল বেপরোয়া জীবনযাপনের জন্য। যে কারণে প্রথম দুঃসংবাদটা পেয়ে তিনিও তেমন অবাক হননি! দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলার সৌজন্যে হিলিও খুব কাছ থেকে দেখেছেন ওয়ার্নকে।
হিলি বলেছেন, ‘ওর অসময়ে চলে যাওয়াটা আমাকে অন্তত বিস্মিত করেনি! ওয়ার্নি কখনোই নিজের শরীরের যত্ন নিত না। তাই ওর শারীরিক অবস্থার ভালো-খারাপ চলতেই থাকত। আমি জানি ত্বকে ঠিকঠাক ক্রিমও লাগাত না। ভেবেছিলাম, ত্বক নিয়ে না পরে বড় সমস্যায় পড়ে। তবে মাত্র ৫২ বছরেই বন্ধু চলে যাবে ভাবিনি।’
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
৫ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২৬ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে