ক্রীড়া ডেস্ক
বিশ্ব ক্রিকেট নতুন ইতিহাসের সাক্ষী হলো। একই পরিবারের সদস্যদের একসঙ্গে ম্যাচ খেলার রেকর্ড আছে অনেক। কিন্তু ম্যাচ পরিচালনা করেছেন একসঙ্গে এমন উদাহরণ নেই। এবার তেমনি এক রেকর্ড হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বীকৃত টুর্নামেন্ট রেচেল হেহো ফ্লিন্ট ট্রফিতে।
শুধু ক্রিকেটেই নয়, কোনো পেশাদার খেলায় নেই এমন কীর্তি। আরও মজার ব্যাপার হলো, আম্পায়ার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং করা দুজনের নাম —নাঈম আশরাফ ও জাসমিন নাঈম।
এমন কীর্তির সুযোগ পেয়ে আশরাফ-জাসমিন দম্পতি খুশি। জাসমিন বলেছেন, ‘ল্যাঙ্কারশায়ার ও গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে অনেক ম্যাচ পরিচালনা করেছি। তখন কেউ জানত না আমরা বিবাহিত। পেশাদার ক্রিকেটের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা সম্মানিত।’
প্রথম দিকে এই পেশায় আসার কোনো ইচ্ছাই ছিল না জাসমিনের। আম্পায়ারিংয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘আশরাফ হাতের ব্যথায় স্টেজ থ্রি কোর্সের নোট লিখতে পারছিল না। সেগুলো লিখতে গিয়ে অনেক কিছু শিখেছিলাম। স্বামীর জন্যই আম্পায়ার হতে পেরেছি।’
আশরাফ পাকিস্তান জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি চোটের কারণে। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এই আম্পায়ার বলেছেন,‘ এটি সত্যি গর্বের বিষয়। আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে এ পেশায় এসেছি । গতকাল শনিবার আশরাফ-জাসমিন দম্পতি লাইটনিং ও ওয়েস্টার্ন স্ট্রমের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিশ্ব ক্রিকেট নতুন ইতিহাসের সাক্ষী হলো। একই পরিবারের সদস্যদের একসঙ্গে ম্যাচ খেলার রেকর্ড আছে অনেক। কিন্তু ম্যাচ পরিচালনা করেছেন একসঙ্গে এমন উদাহরণ নেই। এবার তেমনি এক রেকর্ড হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বীকৃত টুর্নামেন্ট রেচেল হেহো ফ্লিন্ট ট্রফিতে।
শুধু ক্রিকেটেই নয়, কোনো পেশাদার খেলায় নেই এমন কীর্তি। আরও মজার ব্যাপার হলো, আম্পায়ার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং করা দুজনের নাম —নাঈম আশরাফ ও জাসমিন নাঈম।
এমন কীর্তির সুযোগ পেয়ে আশরাফ-জাসমিন দম্পতি খুশি। জাসমিন বলেছেন, ‘ল্যাঙ্কারশায়ার ও গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে অনেক ম্যাচ পরিচালনা করেছি। তখন কেউ জানত না আমরা বিবাহিত। পেশাদার ক্রিকেটের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা সম্মানিত।’
প্রথম দিকে এই পেশায় আসার কোনো ইচ্ছাই ছিল না জাসমিনের। আম্পায়ারিংয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘আশরাফ হাতের ব্যথায় স্টেজ থ্রি কোর্সের নোট লিখতে পারছিল না। সেগুলো লিখতে গিয়ে অনেক কিছু শিখেছিলাম। স্বামীর জন্যই আম্পায়ার হতে পেরেছি।’
আশরাফ পাকিস্তান জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি চোটের কারণে। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এই আম্পায়ার বলেছেন,‘ এটি সত্যি গর্বের বিষয়। আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে এ পেশায় এসেছি । গতকাল শনিবার আশরাফ-জাসমিন দম্পতি লাইটনিং ও ওয়েস্টার্ন স্ট্রমের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৩ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৪ ঘণ্টা আগে