ক্রীড়া ডেস্ক
গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।
গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।
৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।
সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।
গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।
গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।
৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।
সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৪ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৪ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৫ ঘণ্টা আগে