ক্রীড়া ডেস্ক
দুটি ‘লো স্কোরিং থ্রিলার’ দিয়ে বাংলাদেশের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচে জিতলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার পায়নি বাংলাদেশ। বাংলাদেশ যেমনই খেলুক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না।
এবারের বিশ্বকাপে দুই ম্যাচ মিলে শান্ত করেন ২১ রান। স্ট্রাইকরেট ৫৮.৩৩ ও গড় ১০.৫। তাঁর আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু। নিউইয়র্কের বধ্যভূমিতে ১১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যখন সংগ্রাম করছিল, সে সময় পুল করতে গিয়ে উইকেট বিলিয়েছেন শান্ত। একটি ছক্কা মারলেও ২৩ বলে করেন ১৪ রান। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দল এবার পাড়ি জমিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের ওপর শান্ত-সাকিব আল হাসানদের সুপার এইট অনেকাংশে নির্ভর করছে। ডাচ ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। অধিনায়ক হিসেবে কেন এমন পারফরম্যান্স, সেই প্রশ্ন এলে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অবশ্যই ব্যাটিং ভালো হয়নি। রান করতে হবে। বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করব লম্বা করার। এমন নয় যে অধিনায়ক দেখে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি।’
চলমান বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের ব্যাটিং বেশ প্রশংসা কুড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হ্যাটট্রিক ছক্কা মেরেছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন হৃদয়। এমনকি প্রোটিয়াদের কাছে ৪ রানে হারের পর নিজের আউট হওয়াকেই দায়ী করেছেন তিনি। হৃদয়ের প্রসঙ্গ এলে শান্ত বলেন, ‘সে উপলব্ধি করেছে, তার খেলা শেষ করে আসা দরকার ছিল। সে যে এটা উপলব্ধি করেছে, এটা আমাদের দলের জন্য ভালো। বাকি খেলোয়াড়দের জন্যও ভালো যে তারা ভাবছে, সেট হয়ে গেলে ম্যাচ শেষ করে আসতে হবে।’
দুটি ‘লো স্কোরিং থ্রিলার’ দিয়ে বাংলাদেশের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচে জিতলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার পায়নি বাংলাদেশ। বাংলাদেশ যেমনই খেলুক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না।
এবারের বিশ্বকাপে দুই ম্যাচ মিলে শান্ত করেন ২১ রান। স্ট্রাইকরেট ৫৮.৩৩ ও গড় ১০.৫। তাঁর আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু। নিউইয়র্কের বধ্যভূমিতে ১১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যখন সংগ্রাম করছিল, সে সময় পুল করতে গিয়ে উইকেট বিলিয়েছেন শান্ত। একটি ছক্কা মারলেও ২৩ বলে করেন ১৪ রান। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দল এবার পাড়ি জমিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের ওপর শান্ত-সাকিব আল হাসানদের সুপার এইট অনেকাংশে নির্ভর করছে। ডাচ ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। অধিনায়ক হিসেবে কেন এমন পারফরম্যান্স, সেই প্রশ্ন এলে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অবশ্যই ব্যাটিং ভালো হয়নি। রান করতে হবে। বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করব লম্বা করার। এমন নয় যে অধিনায়ক দেখে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি।’
চলমান বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের ব্যাটিং বেশ প্রশংসা কুড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হ্যাটট্রিক ছক্কা মেরেছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন হৃদয়। এমনকি প্রোটিয়াদের কাছে ৪ রানে হারের পর নিজের আউট হওয়াকেই দায়ী করেছেন তিনি। হৃদয়ের প্রসঙ্গ এলে শান্ত বলেন, ‘সে উপলব্ধি করেছে, তার খেলা শেষ করে আসা দরকার ছিল। সে যে এটা উপলব্ধি করেছে, এটা আমাদের দলের জন্য ভালো। বাকি খেলোয়াড়দের জন্যও ভালো যে তারা ভাবছে, সেট হয়ে গেলে ম্যাচ শেষ করে আসতে হবে।’
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
১৫ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে