ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার হোক বা ফুটবলার, চোট বেশ প্রভাব ফেলে তাঁদের ক্যারিয়ারে। কারও কারও মাঠে ফিরতে দেরি হয়ে যায়। পাকিস্তানি তরুণ পেসার ইহসানউল্লাহর মাঠে ফিরতে দেরি হওয়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই ব্যাপারে তদন্ত করবে।
পিসিবি সভাপতি মোহসিন নাকভি আজ একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন। পিসিবির মেডিকাল সাপোর্ট টিম ইহসানউল্লাহর যে চিকিৎসা করেছে সেটা মূল্যায়ন করবে। জাভেদ আকরাম, রানা দিলাওয়াইজ, মুমরাইজ নাকশবান্দ—মেডিকাল বোর্ডে আছেন তিন চিকিৎসক। মেডিকাল বোর্ডের প্রাথমিক লক্ষ্য ইহসানউল্লাহকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়া। বোর্ড তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আলাদা এক পরিকল্পনাও করবে বলে জানা গেছে। দীর্ঘদিন কনুইয়ের চোটে ভুগতে থাকা ইহসানউল্লাহ কদিন আগে চিকিৎসার জন্য যান লন্ডনে। পিসিবি নিশ্চিত করেছে যে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের খরচ তারা বহন করবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইহসানউল্লাহর অভিষেক হয় ২০২৩ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন তিনি। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন ইহসানউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেই গত বছরের ২৯ এপ্রিল ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। কনুইয়ের চোটে পড়ে পেশাদার ক্রিকেটে এরপর থেকেই বাইরে ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চলতি বছর পাকিস্তান সুপার লিগও (পিএসএল) তিনি খেলতে পারেননি।
ইহসানউল্লাহর চোট নিয়ে পিসিবির মেডিকাল বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছিলেন পিএসএলের মুলতান সুলতানসের মালিক আলি তারিন। ক্রিকইনফোকে তারিন জানিয়েছেন যে স্ক্যান করেও পিসিবির মেডিকাল বিভাগ ইহসানউল্লাহর কনুইয়ের চিড় ধরতে পারেনি। তারিন যে পিসিবির মেডিকাল বিভাগের দিকে আঙুল তুলেছেন, সেই বিভাগের প্রধান ছিলেন সেলিম সোহেল। তবে ইহসানউল্লাহর চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিলেন সেলিম।
আরও পড়ুন:
ক্রিকেটার হোক বা ফুটবলার, চোট বেশ প্রভাব ফেলে তাঁদের ক্যারিয়ারে। কারও কারও মাঠে ফিরতে দেরি হয়ে যায়। পাকিস্তানি তরুণ পেসার ইহসানউল্লাহর মাঠে ফিরতে দেরি হওয়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই ব্যাপারে তদন্ত করবে।
পিসিবি সভাপতি মোহসিন নাকভি আজ একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন। পিসিবির মেডিকাল সাপোর্ট টিম ইহসানউল্লাহর যে চিকিৎসা করেছে সেটা মূল্যায়ন করবে। জাভেদ আকরাম, রানা দিলাওয়াইজ, মুমরাইজ নাকশবান্দ—মেডিকাল বোর্ডে আছেন তিন চিকিৎসক। মেডিকাল বোর্ডের প্রাথমিক লক্ষ্য ইহসানউল্লাহকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়া। বোর্ড তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আলাদা এক পরিকল্পনাও করবে বলে জানা গেছে। দীর্ঘদিন কনুইয়ের চোটে ভুগতে থাকা ইহসানউল্লাহ কদিন আগে চিকিৎসার জন্য যান লন্ডনে। পিসিবি নিশ্চিত করেছে যে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের খরচ তারা বহন করবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইহসানউল্লাহর অভিষেক হয় ২০২৩ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন তিনি। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন ইহসানউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেই গত বছরের ২৯ এপ্রিল ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। কনুইয়ের চোটে পড়ে পেশাদার ক্রিকেটে এরপর থেকেই বাইরে ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চলতি বছর পাকিস্তান সুপার লিগও (পিএসএল) তিনি খেলতে পারেননি।
ইহসানউল্লাহর চোট নিয়ে পিসিবির মেডিকাল বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছিলেন পিএসএলের মুলতান সুলতানসের মালিক আলি তারিন। ক্রিকইনফোকে তারিন জানিয়েছেন যে স্ক্যান করেও পিসিবির মেডিকাল বিভাগ ইহসানউল্লাহর কনুইয়ের চিড় ধরতে পারেনি। তারিন যে পিসিবির মেডিকাল বিভাগের দিকে আঙুল তুলেছেন, সেই বিভাগের প্রধান ছিলেন সেলিম সোহেল। তবে ইহসানউল্লাহর চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিলেন সেলিম।
আরও পড়ুন:
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৩০ মিনিট আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
২ ঘণ্টা আগে