ক্রীড়া ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ আগে। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ২০২৪ মৌসুম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যার মধ্যে পিএসএলের ড্রাফটে সবচেয়ে দামি ক্যাটেগরিতে আছেন সাকিব আল হাসান।
পিএসএল গত রাতে তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। ভিডিওতে পিএসএলে সাকিবের বিভিন্ন শট দেখানো হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ ক্যাপশন দিয়েছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।’ টুর্নামেন্টের সর্বোচ্চ দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এই ক্যাটাগরিতে খেলোয়াড়দের দাম ১ লাখ ৩০ হাজার ডলার থেকে ১ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৩ লাখ টাকা থেকে ১ কোটি ৮৭ লাখ টাকা।
৪৯৩ বিদেশি ক্রিকেটার রয়েছেন ড্রাফটে। যার মধ্যে সর্বোচ্চ ১৪০ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ক্রিকেটার শ্রীলঙ্কার। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পরে তৃতীয় সর্বোচ্চ ৪৩ ক্রিকেটার আছেন আফগানিস্তানের থেকে। ৩৮ ও ২৮ ক্রিকেটার নিয়ে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সাকিবের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটার আছেন পিএসএল ড্রাফটে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এছাড়া ২৫,১৪, ১১ ও ৯ ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে। ২০২৪ এর ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা নবম পিএসএল।
২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত-৭ বছর পিএসএল ক্যারিয়ারে ১৪ ম্যাচ খেলেছেন সাকিব। ১৬.৪৫ গড় ও ১০৭.১০ স্ট্রাইক রেটে করেছেন ১৮১ রান। ২০১৬,২০১৭ ও ২০২১-এই তিন মৌসুম পিএসএলে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২০১৬ তে প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭,২০২৩-এই দুই মৌসুম খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। যার মধ্যে গত মৌসুমে এক ম্যাচের বেশি খেলতে পারেননি। আর চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ৭ ম্যাচ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল হতশ্রী। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তিনি রাঙাতে পারেননি নিজের মতো করে।
২০২৪ পিএসএলের ড্রাফটে কোন ক্যাটেগরিতে বাংলাদেশের ক্রিকেটাররা:
প্লাটিনাম: সাকিব আল হাসান
ডায়মন্ড: তামিম ইকবাল
ডায়মন্ড: মাহমুদউল্লাহ রিয়াদ
ডায়মন্ড: মুশফিকুর রহিম
ডায়মন্ড: মেহেদী হাসান মিরাজ
ডায়মন্ড: তাসকিন আহমেদ
ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ আগে। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ২০২৪ মৌসুম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যার মধ্যে পিএসএলের ড্রাফটে সবচেয়ে দামি ক্যাটেগরিতে আছেন সাকিব আল হাসান।
পিএসএল গত রাতে তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। ভিডিওতে পিএসএলে সাকিবের বিভিন্ন শট দেখানো হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ ক্যাপশন দিয়েছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।’ টুর্নামেন্টের সর্বোচ্চ দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এই ক্যাটাগরিতে খেলোয়াড়দের দাম ১ লাখ ৩০ হাজার ডলার থেকে ১ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৩ লাখ টাকা থেকে ১ কোটি ৮৭ লাখ টাকা।
৪৯৩ বিদেশি ক্রিকেটার রয়েছেন ড্রাফটে। যার মধ্যে সর্বোচ্চ ১৪০ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ক্রিকেটার শ্রীলঙ্কার। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পরে তৃতীয় সর্বোচ্চ ৪৩ ক্রিকেটার আছেন আফগানিস্তানের থেকে। ৩৮ ও ২৮ ক্রিকেটার নিয়ে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সাকিবের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটার আছেন পিএসএল ড্রাফটে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এছাড়া ২৫,১৪, ১১ ও ৯ ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে। ২০২৪ এর ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা নবম পিএসএল।
২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত-৭ বছর পিএসএল ক্যারিয়ারে ১৪ ম্যাচ খেলেছেন সাকিব। ১৬.৪৫ গড় ও ১০৭.১০ স্ট্রাইক রেটে করেছেন ১৮১ রান। ২০১৬,২০১৭ ও ২০২১-এই তিন মৌসুম পিএসএলে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২০১৬ তে প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭,২০২৩-এই দুই মৌসুম খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। যার মধ্যে গত মৌসুমে এক ম্যাচের বেশি খেলতে পারেননি। আর চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ৭ ম্যাচ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল হতশ্রী। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তিনি রাঙাতে পারেননি নিজের মতো করে।
২০২৪ পিএসএলের ড্রাফটে কোন ক্যাটেগরিতে বাংলাদেশের ক্রিকেটাররা:
প্লাটিনাম: সাকিব আল হাসান
ডায়মন্ড: তামিম ইকবাল
ডায়মন্ড: মাহমুদউল্লাহ রিয়াদ
ডায়মন্ড: মুশফিকুর রহিম
ডায়মন্ড: মেহেদী হাসান মিরাজ
ডায়মন্ড: তাসকিন আহমেদ
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে