ক্রীড়া ডেস্ক
জুলাই মাসে শ্রীলঙ্কার কাছে হেরে নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল ভারত। সেই টুর্নামেন্টের তিন মাস পর টি-টোয়েন্টি সংস্করণে আরও একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। এশিয়া কাপের বহর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে যাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া—দুই উইকেটরক্ষক ব্যাটার যাচ্ছেন আমিরাতে। যেখানে ভাটিয়াকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে। শ্রেয়াঙ্কা পাতিলও বিশ্বকাপ দলে আছেন ফিটনেস সাপেক্ষে।
এশিয়া কাপের দলে থাকা ১৫ সদস্যের মধ্যে ১৪ জনই আছেন বিশ্বকাপ দলে। বাদ পড়েছেন উমা ছেত্রী। তিনি বাদ পড়লেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন। ছেত্রীর সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন তনুজা কানওয়ার ও সাইমা ঠাকুর। রাঘবি বিস্ট, প্রিয়া মিশ্র বিশ্বকাপে নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সফর করবেন। যার মধ্যে ছেত্রী, কানওয়ার দুজনেই জুলাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের দলে ছিলেন।
হারমানপ্রীত, মান্ধানার সঙ্গে বিশ্বকাপে ব্যাটিং স্তম্ভ হিসেবে থাকছেন শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দয়ালান হেমলতার মতো ব্যাটাররা। দীপ্তি শর্মার মতো তারকা অলরাউন্ডার আছেন টুর্নামেন্টের মূল দলে। রদ্রিগেজ শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বোলিংয়ে থাকছেন রাধা যাদব, রেনুকা সিং ঠাকুরের মতো তারকারা। ২০০ ও ১৭৩ রান করে জুলাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভার্মা ও মান্ধানা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন দীপ্তি। রেনুকা ও রাধা পেয়েছিলেন ৮ ও ৭ উইকেট।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে ভেন্যু বদলে সেটা চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ৪ অক্টোবর। দুবাইয়ে সেই ম্যাচটিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, দয়ালান হেমলতা, সঞ্জনা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া* (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, জেমিমা রদ্রিগেজ, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল*, অরুন্ধতি রেড্ডি
*ফিটনেস সাপেক্ষে দলে
ট্রাভেলিং রিজার্ভ: তনুজা কানওয়ার, উমা ছেত্রী, সাইমা ঠাকুর
নন ট্রাভেলিং রিজার্ভ: রাঘবি বিস্ট, প্রিয়া মিশ্র
জুলাই মাসে শ্রীলঙ্কার কাছে হেরে নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল ভারত। সেই টুর্নামেন্টের তিন মাস পর টি-টোয়েন্টি সংস্করণে আরও একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। এশিয়া কাপের বহর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে যাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া—দুই উইকেটরক্ষক ব্যাটার যাচ্ছেন আমিরাতে। যেখানে ভাটিয়াকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে। শ্রেয়াঙ্কা পাতিলও বিশ্বকাপ দলে আছেন ফিটনেস সাপেক্ষে।
এশিয়া কাপের দলে থাকা ১৫ সদস্যের মধ্যে ১৪ জনই আছেন বিশ্বকাপ দলে। বাদ পড়েছেন উমা ছেত্রী। তিনি বাদ পড়লেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন। ছেত্রীর সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন তনুজা কানওয়ার ও সাইমা ঠাকুর। রাঘবি বিস্ট, প্রিয়া মিশ্র বিশ্বকাপে নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সফর করবেন। যার মধ্যে ছেত্রী, কানওয়ার দুজনেই জুলাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের দলে ছিলেন।
হারমানপ্রীত, মান্ধানার সঙ্গে বিশ্বকাপে ব্যাটিং স্তম্ভ হিসেবে থাকছেন শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দয়ালান হেমলতার মতো ব্যাটাররা। দীপ্তি শর্মার মতো তারকা অলরাউন্ডার আছেন টুর্নামেন্টের মূল দলে। রদ্রিগেজ শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বোলিংয়ে থাকছেন রাধা যাদব, রেনুকা সিং ঠাকুরের মতো তারকারা। ২০০ ও ১৭৩ রান করে জুলাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভার্মা ও মান্ধানা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন দীপ্তি। রেনুকা ও রাধা পেয়েছিলেন ৮ ও ৭ উইকেট।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে ভেন্যু বদলে সেটা চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ৪ অক্টোবর। দুবাইয়ে সেই ম্যাচটিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, দয়ালান হেমলতা, সঞ্জনা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া* (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, জেমিমা রদ্রিগেজ, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল*, অরুন্ধতি রেড্ডি
*ফিটনেস সাপেক্ষে দলে
ট্রাভেলিং রিজার্ভ: তনুজা কানওয়ার, উমা ছেত্রী, সাইমা ঠাকুর
নন ট্রাভেলিং রিজার্ভ: রাঘবি বিস্ট, প্রিয়া মিশ্র
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে