ক্রীড়া ডেস্ক
মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে নামার মুহূর্তটার জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন ভক্ত। গতকাল আহমেদাবাদে ভারতের সাবেক অধিনায়ক ব্যাটিংয়ে নামলে সুযোগটা আর হাতছাড়া করলেন না সেই ভক্ত। নিজের উদ্দেশ্য হাসিল করতে ম্যাচের শেষ ওভারে ধোনিভক্ত নেমে পড়লেন মাঠে।
নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে এক দৌড়ে ছুটে গেলেন ধোনির কাছে। তাঁকে দেখে মজার ছলে দৌড়াতে লাগলেন ধোনিও। কয়েক সেকেন্ড পর দৌড় থামিয়ে ভক্তের দিকে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক। প্রিয় খেলোয়াড়কে সামনে পেয়ে অন্যদের মতো ধোনিকে স্পর্শ করতে হুমড়ি খেয়ে পড়লেন না ভক্ত। সামনে দাঁড়ানো প্রিয় খেলোয়াড়কে ‘দেবতা’ মনে করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। মাটি থেকে ভক্তকে তুলে নিয়ে পরে নিজের বুকে জায়গা দিলেন ধোনি। উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে আলিঙ্গন করার পর কিছু বাক্য বিনিময়ও করলেন দুজনে।
এ সময় আইপিএলের সুন্দর মুহূর্তটির ফ্রেমে হাজির নিরাপত্তারক্ষীরাও। নিরাপত্তারক্ষীরা অনাহূতকে ধরে বের করে নিতে গেলে ধোনি তাদের থামিয়ে দেওয়ার চেষ্টাও করলেন। একপর্যায়ে ভক্তকে ছেড়ে দিয়ে ব্যাটিংয়ের জন্য আবারও প্রস্তুত হন তিনি। ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার যেন ক্যারিয়ারের সমাপ্তি রেখা স্পর্শ করার আগমুহূর্তে ভীষণ নাড়া দিচ্ছেন সমর্থক-ভক্তদের হৃদয়কে।
মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে গুজরাট টাইটানসের লেগস্পিনার রশিদ খান বলেছেন, ‘দর্শক-সমর্থকদের কাছে ধোনি অন্যরকম এক ভালোবাসার নাম। তাঁর সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। সে একজন কিংবদন্তি।’
ম্যাচের স্মরণীয় মুহূর্তটির আগে তাঁর দল অবশ্য জয় থেকে ছিটকে গেলেও ইনিংসের শেষ ওভার করতে আসা রশিদকে প্রথম দুই বলে টানা দুই ছক্কা মেরেছেন ধোনি। মাঝের তিন বল ডট খেয়ে শেষে চার মেরে ২৬ রানের অপরাজিত ইনিংসটি শেষ করেছেন। ২৩৬.৩৬ স্ট্রাইকরেটে ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা আর ১ চারে। গতকাল পঞ্চম ব্যাটার হিসেবে আইপিএলে ২৫০ কিংবা তারচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।
এতে গুজরাটের দেওয়া ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। গুজরাটের ৩৫ রানের জয়ের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিল। সুদর্শন ৫১ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ ছক্কা আর ৫ চারে। অন্যদিকে ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া গুজরাটের অধিনায়ক গিল করেছেন ৫৫ বলে ১০৪ রান। ৯ চারের বিপরীতে মেরেছেন ৬ ছক্কা।
মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে নামার মুহূর্তটার জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন ভক্ত। গতকাল আহমেদাবাদে ভারতের সাবেক অধিনায়ক ব্যাটিংয়ে নামলে সুযোগটা আর হাতছাড়া করলেন না সেই ভক্ত। নিজের উদ্দেশ্য হাসিল করতে ম্যাচের শেষ ওভারে ধোনিভক্ত নেমে পড়লেন মাঠে।
নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে এক দৌড়ে ছুটে গেলেন ধোনির কাছে। তাঁকে দেখে মজার ছলে দৌড়াতে লাগলেন ধোনিও। কয়েক সেকেন্ড পর দৌড় থামিয়ে ভক্তের দিকে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক। প্রিয় খেলোয়াড়কে সামনে পেয়ে অন্যদের মতো ধোনিকে স্পর্শ করতে হুমড়ি খেয়ে পড়লেন না ভক্ত। সামনে দাঁড়ানো প্রিয় খেলোয়াড়কে ‘দেবতা’ মনে করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। মাটি থেকে ভক্তকে তুলে নিয়ে পরে নিজের বুকে জায়গা দিলেন ধোনি। উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে আলিঙ্গন করার পর কিছু বাক্য বিনিময়ও করলেন দুজনে।
এ সময় আইপিএলের সুন্দর মুহূর্তটির ফ্রেমে হাজির নিরাপত্তারক্ষীরাও। নিরাপত্তারক্ষীরা অনাহূতকে ধরে বের করে নিতে গেলে ধোনি তাদের থামিয়ে দেওয়ার চেষ্টাও করলেন। একপর্যায়ে ভক্তকে ছেড়ে দিয়ে ব্যাটিংয়ের জন্য আবারও প্রস্তুত হন তিনি। ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার যেন ক্যারিয়ারের সমাপ্তি রেখা স্পর্শ করার আগমুহূর্তে ভীষণ নাড়া দিচ্ছেন সমর্থক-ভক্তদের হৃদয়কে।
মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে গুজরাট টাইটানসের লেগস্পিনার রশিদ খান বলেছেন, ‘দর্শক-সমর্থকদের কাছে ধোনি অন্যরকম এক ভালোবাসার নাম। তাঁর সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। সে একজন কিংবদন্তি।’
ম্যাচের স্মরণীয় মুহূর্তটির আগে তাঁর দল অবশ্য জয় থেকে ছিটকে গেলেও ইনিংসের শেষ ওভার করতে আসা রশিদকে প্রথম দুই বলে টানা দুই ছক্কা মেরেছেন ধোনি। মাঝের তিন বল ডট খেয়ে শেষে চার মেরে ২৬ রানের অপরাজিত ইনিংসটি শেষ করেছেন। ২৩৬.৩৬ স্ট্রাইকরেটে ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা আর ১ চারে। গতকাল পঞ্চম ব্যাটার হিসেবে আইপিএলে ২৫০ কিংবা তারচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।
এতে গুজরাটের দেওয়া ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। গুজরাটের ৩৫ রানের জয়ের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিল। সুদর্শন ৫১ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ ছক্কা আর ৫ চারে। অন্যদিকে ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া গুজরাটের অধিনায়ক গিল করেছেন ৫৫ বলে ১০৪ রান। ৯ চারের বিপরীতে মেরেছেন ৬ ছক্কা।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১১ ঘণ্টা আগে