ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। পরশু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে এই মাঠেই হওয়ার কথা জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্ট শুরুর আগে বাতিল হওয়ার দুঃসংবাদ শোনা যাচ্ছে।
৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল (৪ অক্টোবর) ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। আজই সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় কেউ কেউ আহমেদাবাদে অনুষ্ঠানের দিনই উপস্থিত হবেন। আর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে পারে। তবে যথারীতি ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হবে।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা উদ্বোধনী অনুষ্ঠান। রণবীর সিং, তামান্না ভাটিয়াসহ বলিউড তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোঁসলেরও পারফর্ম করার কথা। তারকা সংগীত শিল্পী, বলিউড তারকারা যেমন মাতাবেন, তেমনি আকর্ষণীয় করে তুলতে থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও।
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্টে চলবে ৪৮ ম্যাচ। যার মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হবে ৪৫ ম্যাচ। এরপর মুম্বাই ও কলকাতায় হবে দুই সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর ফাইনাল হবে আহমেদাবাদে।
দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। পরশু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে এই মাঠেই হওয়ার কথা জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্ট শুরুর আগে বাতিল হওয়ার দুঃসংবাদ শোনা যাচ্ছে।
৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল (৪ অক্টোবর) ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। আজই সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় কেউ কেউ আহমেদাবাদে অনুষ্ঠানের দিনই উপস্থিত হবেন। আর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে পারে। তবে যথারীতি ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হবে।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা উদ্বোধনী অনুষ্ঠান। রণবীর সিং, তামান্না ভাটিয়াসহ বলিউড তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোঁসলেরও পারফর্ম করার কথা। তারকা সংগীত শিল্পী, বলিউড তারকারা যেমন মাতাবেন, তেমনি আকর্ষণীয় করে তুলতে থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও।
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্টে চলবে ৪৮ ম্যাচ। যার মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হবে ৪৫ ম্যাচ। এরপর মুম্বাই ও কলকাতায় হবে দুই সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর ফাইনাল হবে আহমেদাবাদে।
টানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৯ মিনিট আগে৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
১ ঘণ্টা আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৪ ঘণ্টা আগে