নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
এনসিএলের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের খেলা চলছে আজ। গতকাল তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে অলআউট করে দেয় সিলেট। ১০৫ রানের লক্ষ্যে কাল ব্যাটিংয়ে নামতে না পারলেও আজ সিলেট ম্যাচ জিতেছে ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের এনসিএল জিতল সিলেট।
সিলেট আজ ১০৫ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার তৌফিক খান ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ১৮ রানে আউট হলে বড্ড বেকায়দায় পড়ে সিলেট। ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি।
বিপদে পড়া সিলেটের হাল ধরেন দলটির অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। চতুর্থ উইকেটে নাসুমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অমিত। জিততে যখন ১ রান দরকার, তখন দ্রুত বিদায় নেন নাসুম ও আসাদউল্লাহ আল গালিব। নাসুম করেছেন ৫২ বলে ৪৪ রান এবং রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গালিব। রানের ফোয়ারা ছুটিয়ে চলা অমিত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঈন খানের করা বল কাউ কর্নারে পাঠিয়ে অমিত ১ রান নিতেই সিলেট এক ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের স্বাদ পায়। ৬৯ বলে ৫ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন অমিত।
ছয় ম্যাচে তিন জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুই দল ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের পয়েন্ট ২৪ ও ২২। পয়েন্ট টেবিলের সাত ও আটে থাকা রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪। অন্যদিকে কক্সবাজার একাডেমিতে ব্যস্ত রংপুর ও ঢাকা মহানগর রয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চারে। বর্তমানে রংপুর ও ঢাকা মহানগরের পয়েন্ট ২১ ও ১৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর এগিয়ে আছে ২৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করেছে ৭০ রান। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়েছিল দলটি। এরপর রংপুর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৩১০ রানে।
শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
এনসিএলের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের খেলা চলছে আজ। গতকাল তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে অলআউট করে দেয় সিলেট। ১০৫ রানের লক্ষ্যে কাল ব্যাটিংয়ে নামতে না পারলেও আজ সিলেট ম্যাচ জিতেছে ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের এনসিএল জিতল সিলেট।
সিলেট আজ ১০৫ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার তৌফিক খান ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ১৮ রানে আউট হলে বড্ড বেকায়দায় পড়ে সিলেট। ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি।
বিপদে পড়া সিলেটের হাল ধরেন দলটির অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। চতুর্থ উইকেটে নাসুমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অমিত। জিততে যখন ১ রান দরকার, তখন দ্রুত বিদায় নেন নাসুম ও আসাদউল্লাহ আল গালিব। নাসুম করেছেন ৫২ বলে ৪৪ রান এবং রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গালিব। রানের ফোয়ারা ছুটিয়ে চলা অমিত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঈন খানের করা বল কাউ কর্নারে পাঠিয়ে অমিত ১ রান নিতেই সিলেট এক ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের স্বাদ পায়। ৬৯ বলে ৫ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন অমিত।
ছয় ম্যাচে তিন জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুই দল ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের পয়েন্ট ২৪ ও ২২। পয়েন্ট টেবিলের সাত ও আটে থাকা রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪। অন্যদিকে কক্সবাজার একাডেমিতে ব্যস্ত রংপুর ও ঢাকা মহানগর রয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চারে। বর্তমানে রংপুর ও ঢাকা মহানগরের পয়েন্ট ২১ ও ১৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর এগিয়ে আছে ২৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করেছে ৭০ রান। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়েছিল দলটি। এরপর রংপুর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৩১০ রানে।
টানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৮ মিনিট আগে৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৪ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৬ ঘণ্টা আগে