পুনরায় আইসিসির চেয়ারম্যান হলেন গ্রেগ বার্কলে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১২: ২৯
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২: ৫৩

আবারও আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বার্কলের পুনরায় চেয়ারম্যান হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বার্কলের সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাবেঙ্গা মুকুলানি। পরে মুকুলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে। দুই বছরের জন্য তাঁর (বার্কলে) চেয়ারম্যান পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এ ব্যাপারে বার্কলে বলেন, ‘আবারও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হওয়াটা আসলেই সম্মানের। সমর্থন দেওয়ার জন্য আইসিসির পরিচালকদের সম্মান জানাই। ক্রিকেটের সঙ্গে আবার থাকতে পেরে খুবই উচ্ছ্বসিত। আমি এই খেলা প্রসারের জন্য সদস্যদের সঙ্গে একাত্ম হয়ে সঙ্গে কাজ করব। তাতে বিশ্ববাসী ক্রিকেট উপভোগ করতে পারবে।’

বার্কলেকে অভিনন্দন জানিয়েছেন মুকুলানি। মুকুলানি বলেন, ‘আবারও আইসিসির চেয়ারম্যান হওয়ায় বার্কলেকে অভিনন্দন। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাঁর নেতৃত্ব খুবই কাজে দেবে। এ কারণেই আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াই।’

অকল্যান্ডভিত্তিক বাণিজ্যিক কোম্পানির আইনজীবী বার্কলে ২০২০-এর নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চেয়ারম্যান ছিলেন বার্কলে। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পরিচালক ছিলেন নিউজিল্যান্ডের এই ভদ্রলোক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত