নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সবকিছুই যেন বেশ সিরিয়াস। গতকাল আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট জিতল বাংলাদেশ। দুর্দান্ত জয়ের স্বস্তি নিয়ে সময়ক্ষেপণ করতে চাইলেন না কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গতকাল টেস্ট জয়ে দুই-তিন ঘণ্টা পরই ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি।
আজ সকালেই সাদা বলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা সবাই উপস্থিত হয়েছেন মিরপুরে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, কোচিং স্টাফদের নিয়ে একটি সভাও সেরে ফেলেছেন হাথুরু। পরে ওয়ানডে দল ও সাদা বলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন তাঁরা।
বৃষ্টির কারণে খেলোয়াড়েরা অনুশীলন করতে পারেননি স্বস্তিতে। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পর, মিরপুর একাডেমি মাঠের দিকে ছুটলেন সংবাদকর্মীরা। যেখানে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর সেটাই যেন মিরপুরে দিনের সেরা দৃশ্য হয়ে উঠল।
আঙুলের চোটে পড়ে নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না সাকিব। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করেছিলেন তিনি। আজও একাডেমি মাঠে বোলিং দিয়ে শুরু করেছিলেন আর শেষ করলেন সাদামাটা ব্যাটিং অনুশীলন করে।
৩৬ দিন পর সাকিব হাতে নিলেন ব্যাট, তবে মাথায় হেলমেট কিংবা প্যাড পরে নয়, এমনিই কিছুক্ষণ ব্যাট করলেন। বোঝার অপেক্ষা রইল না, ব্যাটিংয়ের জন্য যে, বিশ্বসেরা অলরাউন্ডার প্রস্তুত হয়ে উঠছেন।
পাঁজরের চোটে পড়ে আফগানিস্তান টেস্ট খেলতে পারেননি তামিম। গত কদিনই ব্যাটিং অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক। তবে সাকিবের পাশের নেটে আজ আরও প্রাণবন্ত তামিমকেই যেন দেখা গেল, যা সেরে ওঠার বার্তাও দিচ্ছে।
মিরপুরে সবকিছুই যেন বেশ সিরিয়াস। গতকাল আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট জিতল বাংলাদেশ। দুর্দান্ত জয়ের স্বস্তি নিয়ে সময়ক্ষেপণ করতে চাইলেন না কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গতকাল টেস্ট জয়ে দুই-তিন ঘণ্টা পরই ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি।
আজ সকালেই সাদা বলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা সবাই উপস্থিত হয়েছেন মিরপুরে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, কোচিং স্টাফদের নিয়ে একটি সভাও সেরে ফেলেছেন হাথুরু। পরে ওয়ানডে দল ও সাদা বলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন তাঁরা।
বৃষ্টির কারণে খেলোয়াড়েরা অনুশীলন করতে পারেননি স্বস্তিতে। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পর, মিরপুর একাডেমি মাঠের দিকে ছুটলেন সংবাদকর্মীরা। যেখানে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর সেটাই যেন মিরপুরে দিনের সেরা দৃশ্য হয়ে উঠল।
আঙুলের চোটে পড়ে নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না সাকিব। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করেছিলেন তিনি। আজও একাডেমি মাঠে বোলিং দিয়ে শুরু করেছিলেন আর শেষ করলেন সাদামাটা ব্যাটিং অনুশীলন করে।
৩৬ দিন পর সাকিব হাতে নিলেন ব্যাট, তবে মাথায় হেলমেট কিংবা প্যাড পরে নয়, এমনিই কিছুক্ষণ ব্যাট করলেন। বোঝার অপেক্ষা রইল না, ব্যাটিংয়ের জন্য যে, বিশ্বসেরা অলরাউন্ডার প্রস্তুত হয়ে উঠছেন।
পাঁজরের চোটে পড়ে আফগানিস্তান টেস্ট খেলতে পারেননি তামিম। গত কদিনই ব্যাটিং অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক। তবে সাকিবের পাশের নেটে আজ আরও প্রাণবন্ত তামিমকেই যেন দেখা গেল, যা সেরে ওঠার বার্তাও দিচ্ছে।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের অবস্থা ‘স্যান্ডউইচ’। কারণ ২০২৭ আইপিএল চলার সময়ই শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
৩ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগে