দল জিতলেও সাকিব-লিটন অনুজ্জ্বল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১১: ০১
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১: ০৮

গ্লোবাল টি-টোয়েন্টিতে শুরুটা দুর্দান্ত করেছিলেন সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচেই ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন। গতকাল দুই বিভাগেই ব্যর্থ ছিলেন তিনি। তবে নিজে ব্যর্থ হলেও তাঁর দল মন্ট্রিয়েল টাইগার্স ৬ উইকেটের জয় পেয়েছে।

ভ্যাঙ্কুভার নাইটসের দেওয়া ১৫০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে মন্ট্রিয়েল ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। তিন ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তারা। ৬ পয়েন্ট তাদের। মন্ট্রিয়েলের শুরুটা ধাক্কায় হলেও পরে বড় ব্যবধানের জয় পেয়েছে শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ৮৪ রানের ইনিংসের সৌজন্যে।

৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে মন্ট্রিয়েল। সেখান থেকে দলের ইনিংস মেরামতের দায়িত্ব পড়েছিল সাকিব-দিলপ্রীত সিংয়ের ওপর। ৮ বলে ১২ রানে আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন সাকিব। দিলপ্রীতও দ্রুত ফিরে যান, ব্যক্তিগত ২১ রানে। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন মন্ট্রিয়েল বিপদে, সেখান থেকে কোনো উইকটে না হারিয়ে দলকে জয় এনে দেন রাদারফোর্ড-দিপেন্দ্র সিং জুটি। পঞ্চম উইকেটে অপরাজিত ৮৬ রানের জুটি গড়েন দুজনে। ৭ চার ও ৬ ছক্কায় সাজানো ৮৪ রানের ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রাদারফোর্ড।

এর আগে টস হেরে ফখর জামানের ৭৩ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান করে ভ্যাঙ্কুভার। ৫৩ বলের ইনিংসটি ৭ চার ও ৩ ছক্কায় সাজান পাকিস্তানি ব্যাটার। ব্যাটের মতো বল হাতেও ব্যর্থ ছিলেন সাকিব। ৪ ওভারে সর্বোচ্চ ৪১ রান দিয়েছেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার।

সাকিবের মতো এতটা অনুজ্জ্বল না হলেও লিটনের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। সারে জাগুয়ার্সের ২০ রানের জয়ের ম্যাচে মাত্র ২১ রান করেছেন তিনি। এই রান করতে আবার ২০ বলে খেলেছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার। লিটন ব্যর্থ হলেও টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে তাঁর দল। অধিনায়ক ইফতিখার আহমেদের সর্বোচ্চ ৪৭ রানের ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ পায় সারে।

 ১৪২ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষ টরন্টো ন্যাশনালসকে আটকে দেয় সারে। গতকাল ১৮ ওভারের খেলায় ৯ উইকেটে ১২১ রান করতে পারে টরন্টো। এতে করে ২০ রানের জয় পায় সারে। টরন্টোর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কলিন মুনরো। প্রতিপক্ষকে হারাতে দুর্দান্ত বল করেছেন সারের পেসার ম্যাথিউ ফোর্ড। মূলত ২৯ রানে তাঁর নেওয়া ৪ উইকেটের কারণে টরন্টো জিততে পারেনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। এই জয়ে পয়েন্ট তালিকায় লিটনদের অবস্থান তিনে। ৩ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট ৩।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত