নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মিরপুরে প্রথম ওয়ানডেতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন কুশল পেরেরারা। এই জয়ে বাংলাদেশের প্রাপ্তি অনেক। সবচেয়ে বড় প্রাপ্তি দুটি—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয় আর বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠা।
তবু নিজেদের খেলা নিয়ে তৃপ্ত নন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের অতৃপ্তিটা হচ্ছে, দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। প্রথম ওয়ানডেতে ২৫০ পেরোনো স্কোর গড়লেও দ্বিতীয় ওয়ানডেতে সেটাও হয়নি–২৪৬। সেটির চেয়ে বড় কথা, কাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মুশফিক–মাহমুদউল্লাহ–তামিম ছাড়া বাকিরা ব্যাটিংয়ে সেভাবে ভালোও করতে পারেননি।
ব্যাটিং নিয়ে দুর্ভাবনা তাই তামিমের মাথা থেকে যাচ্ছে না। এই অতৃপ্তি তিনি পুষিয়ে দিতে চান সিরিজের শেষ ওয়ানডেতে। কাল ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি। সিরিজ জিতেছি বলে অনেক খুশি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলতে পারিনি। আশা করছি তৃতীয় ওয়ানডেতে সেটি পারব।’ স্বাভাবিক খেলার বিষয়টি তামিম ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমরা দ্রুত অনেক উইকেট হারিয়েছি। একটা সময়ে ২০০ রানও কঠিন মনে হচ্ছিল। মুশির ইনিংসটি সত্যিই দুর্দান্ত ছিল, রিয়াদও (মাহমুদউল্লাহ) ভালো করেছে।’
ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও বোলিং–ফিল্ডিং নির্ভার রেখেছে তামিমকে। দুই ওয়ানডেতেই দারুণ ফিল্ডিং করেছেন মিরাজ–আফিফরা। দ্বিতীয় ওয়ানডেতে তিনটি ক্যাচ নিয়ে তামিম বুঝিয়ে দিয়েছেন, ফিল্ডিংয়ে তিনি এখনো ‘২০–এর তরুণ’! আর মাঝারি স্কোর গড়েও দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সাকিব–মিরাজ–মোস্তাফিজেরা। তাঁদের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘মিরাজ ও সাকিব দুর্দান্ত বোলিং করেছে। আমাদের ফিল্ডিং এখন আরও ভালো হচ্ছে। সিরিজের আগে আমি দলকে বলেছিলাম আমাদের ফিল্ডিংয়ে এগিয়ে যেতে হবে। সেটি আমরা ম্যাচে কাজে লাগাতে পারছি।’
ঢাকা: মিরপুরে প্রথম ওয়ানডেতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন কুশল পেরেরারা। এই জয়ে বাংলাদেশের প্রাপ্তি অনেক। সবচেয়ে বড় প্রাপ্তি দুটি—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয় আর বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠা।
তবু নিজেদের খেলা নিয়ে তৃপ্ত নন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের অতৃপ্তিটা হচ্ছে, দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। প্রথম ওয়ানডেতে ২৫০ পেরোনো স্কোর গড়লেও দ্বিতীয় ওয়ানডেতে সেটাও হয়নি–২৪৬। সেটির চেয়ে বড় কথা, কাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মুশফিক–মাহমুদউল্লাহ–তামিম ছাড়া বাকিরা ব্যাটিংয়ে সেভাবে ভালোও করতে পারেননি।
ব্যাটিং নিয়ে দুর্ভাবনা তাই তামিমের মাথা থেকে যাচ্ছে না। এই অতৃপ্তি তিনি পুষিয়ে দিতে চান সিরিজের শেষ ওয়ানডেতে। কাল ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি। সিরিজ জিতেছি বলে অনেক খুশি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলতে পারিনি। আশা করছি তৃতীয় ওয়ানডেতে সেটি পারব।’ স্বাভাবিক খেলার বিষয়টি তামিম ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমরা দ্রুত অনেক উইকেট হারিয়েছি। একটা সময়ে ২০০ রানও কঠিন মনে হচ্ছিল। মুশির ইনিংসটি সত্যিই দুর্দান্ত ছিল, রিয়াদও (মাহমুদউল্লাহ) ভালো করেছে।’
ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও বোলিং–ফিল্ডিং নির্ভার রেখেছে তামিমকে। দুই ওয়ানডেতেই দারুণ ফিল্ডিং করেছেন মিরাজ–আফিফরা। দ্বিতীয় ওয়ানডেতে তিনটি ক্যাচ নিয়ে তামিম বুঝিয়ে দিয়েছেন, ফিল্ডিংয়ে তিনি এখনো ‘২০–এর তরুণ’! আর মাঝারি স্কোর গড়েও দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সাকিব–মিরাজ–মোস্তাফিজেরা। তাঁদের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘মিরাজ ও সাকিব দুর্দান্ত বোলিং করেছে। আমাদের ফিল্ডিং এখন আরও ভালো হচ্ছে। সিরিজের আগে আমি দলকে বলেছিলাম আমাদের ফিল্ডিংয়ে এগিয়ে যেতে হবে। সেটি আমরা ম্যাচে কাজে লাগাতে পারছি।’
৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
৪০ মিনিট আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৩ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৬ ঘণ্টা আগে