বাংলাদেশের আম্পায়ার মুকুল যেখানে প্রথম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২: ০৬
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২: ২২

বাংলাদেশ থেকে এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন দাস ৷ কানাডার এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে আরেকজন বাংলাদেশিকে ৷ বিসিবির আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আম্পায়ারিং করতে যাচ্ছেন এই লিগে ৷

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে কানাডার লিগ ৷ আইসিসিই মুকুলকে সুযোগ করে দিয়েছে এই লিগে আম্পায়ারিং করতে ৷ তিনি গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘বাংলাদেশ থেকে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আম্পায়ারিং করতে যাওয়া আমিই প্রথম আম্পায়ার।’

কবে রওনা দেবেন, এখনো নিশ্চিত না হলেও মুকুলের আশা, ২০ জুলাইয়ের আগেই যাবেন কানাডায় ৷ টুর্নামেন্টের ফাইনাল ৬ আগস্ট ৷ পুরো টুর্নামেন্টে থাকতে পারলে ফাইনালেও হয়তো আম্পায়ারিংয়ের সুযোগ হতে পারে তাঁর ৷ মুকুল প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে গত বছর এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন ৷

২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন মুকুল। সাত বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮ ম্যাচে আম্পায়ারিং করেছেন, যার মধ্যে ৩৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ার ছিলেন ১৯ ম্যাচে। ৫৮ ম্যাচের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ ও ওয়ানডেতে ২৬ ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে মুকুলের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত