বাংলাদেশের সেই ম্যাচের হাইলাইটস দেখেন না মরগান

নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১৭: ৩১

সে এক ম্যাচই বটে। বাংলাদেশের কাছে যেটি ঐতিহাসিক ম্যাচ, ইংল্যান্ডের কাছে সেটিই ভুলে যাওয়ার। যে ম্যাচ জিতে বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালের দরজা। সেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বিশ্বকাপ থেকে।

ওই বিশ্বকাপের পরই ইংল্যান্ডের বদলে যাওয়া। সাদা বলের ক্রিকেটে নিজেদের খেলার ধরন আমূল বদলে ফেলা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে এউইন মরগানকে উত্তর দিতে হয়েছিল ২০১৫ বিশ্বকাপের অ্যাডিলেডের সেই পরাজয় নিয়ে। গতকাল ধর্মশালায় ২০১৯ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়কের সামনে অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচ-প্রসঙ্গ এল একটু অন্যভাবে। ম্যাচটার হাইলাইটস গত ৮ বছরে কতবার দেখেছেন মরগান?

এ প্রশ্নে মরগান হাসলেন। বর্তমানে আইসিসির ধারাভাষ্যকর হিসেবে ভারতে আসা সাবেক ইংলিশ অধিনায়ক বললেন, ‘কখনো হাইলাইটস দেখিনি (হাসি)। এটা আমাদের জন্য একটা তিক্ত স্মৃতি। নাসের হুসেইন (আরেক সব সময় এটা মনে করেন। আমি কখনই আমার নিজের এসব স্মৃতি মনে করতে চাই না। তারা খুব ভালো দল ছিল, পেস বোলিং বিভাগ বেশ অভিজ্ঞ ছিল। ২০১৫ সালে অ্যাডিলেডে তারা আমাদের চেয়ে ভালো দল ছিল।’

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সাকিব আল হাসান আর মরগান একই ব্যাচের ক্রিকেটার। দুজন এক সঙ্গে খেলেছেন ২০০৬ যুব বিশ্বকাপ। মরগান বিশ্বকাপ জিতে-টিতে অবসরেও চলে গেছেন। সাকিব এখনো খেলে চলেছেন। বাংলাদেশ অধিনায়কের দীর্ঘ পথ চলা, তাঁর পারফরম্যান্স অবিশ্বাস্যই লাগে মরগ্যানের। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলছেন, ‘সে অবিশ্বাস্য খেলোয়াড়! সব সময় তার পারফরম্যান্স সেটাই বলে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই যে পাঁচটি বিশ্বকাপ খেলেছে। দীর্ঘ দিন ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে।’

২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালেও গত বিশ্বকাপে ইংলিশদের কাছে বাংলাদেশ হেরেছে। কাল ধর্মশালায় দুই দলের আরেকটি লড়াই নিয়ে মরগানের ভবিষ্যদ্বাণী, ‘বাংলাদেশ ট্রিকি দল। আমি যদিও মনে করি এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডকে বেশি সুবিধা দেবে। কারণ, এখানে কিছু বাড়তি বাউন্স আছে। বাড়তি বাউন্স থাকলে ইংল্যান্ড পেসারদের জন্য সুবিধা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত