ক্রীড়া ডেস্ক
এমনভাবে ব্যাটিং লাইনআপ হুড়মুড়ে ভেঙে পড়তে আগে দেখা গেছে কি ক্রিকেটে? ১ রান নিতেই ৮ উইকেট হারানো! অবিশ্বাস্যই বটে। এমন অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের এক ম্যাচে।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ওয়ানডে কাপে টসে হারের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সবাইকে এমন অবাক করবে কে জানত! ২ উইকেটে ৫২ রান করে ফেলেছিল তার। কিন্তু এরপর আর এগোতেই পারেনি!
স্কোরবোর্ডে ১ রান জমা করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থের সবুজ বাউন্সি পিচে তাসমানিয়ার বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জাই রিচার্ডসনের মতন পরিচিত ক্রিকেটাররা। টপ অর্ডারের প্রথম চারজন—অ্যারন হার্ডি (৭), ডি’আর্কি শর্ট (২২), ক্যামেরন ব্যানক্রফট (১৪) ও উইকেটরক্ষক জশ ইংলিশ (১) ছাড়া আর সবাই ফিরেছেন ডাক মেরে। শেষ ব্যাটার ল্যান্স মরিস অবশ্য অপরাজিত থেকে মাঠ ছাড়লেও বলের মুখোমুখি হতে হয়নি।
এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে লজ্জাজনক ৮ উইকেটের ধস। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে শেষ সাত ব্যাটার শূন্য হাতে ফেরার এটিই একমাত্র রেকর্ড। এর আগে ২০০২-০৩ মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার শেষ সাত ব্যাটারের ইনিংস ছিল এমন—১, ৫, ০, ০, ০, ৮, ০। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ সাত ব্যাটারের মোট রানে এটিই ছিল এত দিন সর্বনিম্ন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ রানটি এসেছে ওয়াইড থেকে। ২০.১ ওভারেই ৫৩ রানে গুটিয়ে যায় তারা। তাদের এই হাল করেছেন স্পিনার বিউ ওয়েবস্টার। ৬ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার বিলি স্টানলেক। ১ উইকেট আরেক পেসার টম রজার্সের। লক্ষ্য তাড়ায় ২৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ৩ উইকেটে তারা করে ৫৫ রান।
এমনভাবে ব্যাটিং লাইনআপ হুড়মুড়ে ভেঙে পড়তে আগে দেখা গেছে কি ক্রিকেটে? ১ রান নিতেই ৮ উইকেট হারানো! অবিশ্বাস্যই বটে। এমন অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের এক ম্যাচে।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ওয়ানডে কাপে টসে হারের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সবাইকে এমন অবাক করবে কে জানত! ২ উইকেটে ৫২ রান করে ফেলেছিল তার। কিন্তু এরপর আর এগোতেই পারেনি!
স্কোরবোর্ডে ১ রান জমা করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থের সবুজ বাউন্সি পিচে তাসমানিয়ার বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জাই রিচার্ডসনের মতন পরিচিত ক্রিকেটাররা। টপ অর্ডারের প্রথম চারজন—অ্যারন হার্ডি (৭), ডি’আর্কি শর্ট (২২), ক্যামেরন ব্যানক্রফট (১৪) ও উইকেটরক্ষক জশ ইংলিশ (১) ছাড়া আর সবাই ফিরেছেন ডাক মেরে। শেষ ব্যাটার ল্যান্স মরিস অবশ্য অপরাজিত থেকে মাঠ ছাড়লেও বলের মুখোমুখি হতে হয়নি।
এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে লজ্জাজনক ৮ উইকেটের ধস। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে শেষ সাত ব্যাটার শূন্য হাতে ফেরার এটিই একমাত্র রেকর্ড। এর আগে ২০০২-০৩ মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার শেষ সাত ব্যাটারের ইনিংস ছিল এমন—১, ৫, ০, ০, ০, ৮, ০। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ সাত ব্যাটারের মোট রানে এটিই ছিল এত দিন সর্বনিম্ন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ রানটি এসেছে ওয়াইড থেকে। ২০.১ ওভারেই ৫৩ রানে গুটিয়ে যায় তারা। তাদের এই হাল করেছেন স্পিনার বিউ ওয়েবস্টার। ৬ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার বিলি স্টানলেক। ১ উইকেট আরেক পেসার টম রজার্সের। লক্ষ্য তাড়ায় ২৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ৩ উইকেটে তারা করে ৫৫ রান।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
১১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
১১ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১৩ ঘণ্টা আগে