জিম্বাবুয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১৭: ৪২

অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার পরাজয়েই মূলত ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। শুধু গ্রুপ-২-এ ভারতের অবস্থানটাই জানা বাকি ছিল। অবশেষে তাও জানা গেল। মেলবোর্নে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপ-২-চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল ভারত। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড। 

১৮৭ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভেরের উইকেটটি নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের পর আঘাত হানেন আর্শদীপ সিং। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রেজিস চাকাভাকে বোল্ড করেন এই বাঁহাতি পেসার। তাতে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ১.৪ ওভারে ২ উইকেটে ২ রান। এরপর তৃতীয় উইকেটে ক্রেগ আরভিন-শন উইলিয়ামস ২৬ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক ধাক্কা। এরপর আবারও দ্রুত উইকেট হারায় জিম্বাবুয়ে। ৭.৩ ওভারে জিম্বাবুয়ের স্কোর তখন ৫ উইকেটে ৩৬ রান। 

৩৬ রানে ৫ উইকেট হারিয়ে যখন মহাবিপদে জিম্বাবুয়ে, তখন প্রতিরোধ গড়েন সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে রাজা-বার্ল করেছেন ৩৫ বলে ৬০ রানের জুটি। বার্লকে বিদায় করে এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকায় পুরো ২০ ওভারও খেলতে পারেনি। ১৭.২ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন বার্ল। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। 

ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৬টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার। যা ভারতের ইনিংসের সর্বোচ্চ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ভারত করে ১৮৫ রান। সূর্যকুমারের ৬১ রান ছাড়াও ফিফটি করেছেন লোকেশ রাহুল। ৩৫ বলে ৫১ রান করেন এই ওপেনার। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন শন উইলিয়ামস। ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত