নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আম্পায়ারের সঙ্গে মাঠে সাকিব আল হাসানের তর্ক নতুন কিছু নয়। আজ মিরপুরে আবার মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন সাকিব। ঘটনা ঘটে ফরচুন বরিশালের ইনিংসের প্রথম ওভারে। রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা।
স্ট্রাইক নেওয়ার অপেক্ষায় ছিলেন ডি সিলভা। তবে অফ স্পিনার শেখ মেহেদীকে বোলিংয়ে আসতে দেখে বিজয়ের সঙ্গে প্রান্ত বদল করেন চতুরাঙ্গা। এ সময় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান 'ম্যাচ আপের' জন্য মেহেদীকে সরিয়ে বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে।
ব্যাপারটা মানতে পারেননি সোহান। দুই ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, সোহান আম্পায়ারের কাছে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিলেন সাকিব। কিছুক্ষণ পর ছুটে আসেন মাঠের ভেতরে। সেটাও খালি পায়ে! মাঠেই আম্পায়ারের সঙ্গে খানিকক্ষণ তর্ক চলে সাকিবের। শেষ পর্যন্ত রাকিবুলকেই বোলিংয়ে রাখেন সোহান। স্ট্রাইকে থাকেন চতুরাঙ্গা।
কিছুক্ষণের মধ্যে বিষয়টির ব্যাখ্যা এসেছে বরিশালের পক্ষ থেকে। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এক বিবৃতিতে বলেছেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এ ক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
আম্পায়ারের সঙ্গে মাঠে সাকিব আল হাসানের তর্ক নতুন কিছু নয়। আজ মিরপুরে আবার মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন সাকিব। ঘটনা ঘটে ফরচুন বরিশালের ইনিংসের প্রথম ওভারে। রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা।
স্ট্রাইক নেওয়ার অপেক্ষায় ছিলেন ডি সিলভা। তবে অফ স্পিনার শেখ মেহেদীকে বোলিংয়ে আসতে দেখে বিজয়ের সঙ্গে প্রান্ত বদল করেন চতুরাঙ্গা। এ সময় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান 'ম্যাচ আপের' জন্য মেহেদীকে সরিয়ে বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে।
ব্যাপারটা মানতে পারেননি সোহান। দুই ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, সোহান আম্পায়ারের কাছে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিলেন সাকিব। কিছুক্ষণ পর ছুটে আসেন মাঠের ভেতরে। সেটাও খালি পায়ে! মাঠেই আম্পায়ারের সঙ্গে খানিকক্ষণ তর্ক চলে সাকিবের। শেষ পর্যন্ত রাকিবুলকেই বোলিংয়ে রাখেন সোহান। স্ট্রাইকে থাকেন চতুরাঙ্গা।
কিছুক্ষণের মধ্যে বিষয়টির ব্যাখ্যা এসেছে বরিশালের পক্ষ থেকে। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এক বিবৃতিতে বলেছেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এ ক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
১৭ মিনিট আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
২ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৪ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৫ ঘণ্টা আগে