Ajker Patrika

পাকিস্তানকে ধবলধোলাই করা বাংলাদেশ কেন পারছে না ভারতের সঙ্গে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১৭
পাকিস্তানকে ধবলধোলাই করা বাংলাদেশ কেন পারছে না ভারতের সঙ্গে 

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের অনুপ্রেরণা নিয়েই এবার ভারত সফরে যায় বাংলাদেশ। তবে ভারতকে প্রথম টেস্টে হারানো দূরে থাক, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারত সফরে থাকা বাংলাদেশের রোগ ধরতে পেরেছেন। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে আট ম্যাচে বাংলাদেশ হারালেও টেস্টে ২০২৪-এর আগে কখনো হারাতে পারেনি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ এবার রাওয়ালপিন্ডিতে ‘ডেডলক’ তো ভেঙেছেই, দুটি টেস্ট জিতেছে দাপটের সঙ্গে। ভারত সিরিজের আগে এর চেয়ে অনুপ্রেরণা আর কী হতে পারত বাংলাদেশের জন্য! এমনকি পাকিস্তান সফরের দল থেকে ভারতে টেস্ট সিরিজের দলে বাংলাদেশ কেবল এক পরিবর্তন এনেছে। শরীফুল ইসলামের বদলে ভারত সিরিজের দলে এসেছেন জাকের আলী অনিক।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ শুরুটা ভালো করেছিল। বাংলাদেশের বোলারদের তোপে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেই বিপদের মুখ থেকে ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। চার দিনে শেষ হওয়া টেস্টে ভারত জিতে যায় ২৮০ রানে। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমরা পার্থক্যটা জানতে পেরেছি। (ভারতের বিপক্ষে খেলা) এই বাংলাদেশ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তখন মনে হয়েছিল যে পাকিস্তান সব দিক থেকে পিছিয়ে। এটা সেই বাংলাদেশ, যারা ধবলধোলাই করেছে পাকিস্তানকে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে।’ 

ভারতের ২৮০ রানের জয়ই বলে দিচ্ছে ব্যাটিং, বোলিংয়ে কতটা প্রভাব বিস্তার করে তারা খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ যে ২০ উইকেট হারিয়েছে, সেখানে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও অশ্বিন মিলে নিয়েছেন ১১ উইকেট। স্বাগতিক দলের পেসাররা নিয়েছেন ৯ উইকেট। যেখানে জসপ্রীত বুমরা নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারদের প্রশংসায় ভাসিয়ে বাসিত বলেন, ‘এই ভারতীয় বোলাররা অনেক বেশি প্রভাবশালী। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের সঙ্গে তুলনা করার মতো। যেখানে বর্তমানে মোহাম্মদ শামি খেলছে না।’ 

২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের জন্যও ভারত একই দল ঘোষণা করেছে। সে ক্ষেত্রে হয়তো একাদশে ঘোষণা আসতে পারে। কারণ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত