Ajker Patrika

রশিদ–নবীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০: ০২
রশিদ–নবীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

তালেবানদের অভ্যুত্থানে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর তালেবানরা যখন ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান–মোহাম্মদ নবীদের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-তে আছে আফগানিস্তান। রশিদ খানদের তাই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল।

কিন্তু আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানে তালেবানরা দায়িত্ব নিলে ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি ব্যাহত হতে পারে। এরই মধ্যে আফগানিস্তানের পাঁচটি স্টেডিয়ামের তিনটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে। 

মাজার-ই-শরিফের বালখ ক্রিকেট স্টেডিয়ামের নিয়ন্ত্রণে নিতে তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াই করছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বর্তমানে বন্ধ। আর জালালাবাদের গাজী আমানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে।

আফগানিস্তান জাতীয় দলে বেশির ভাগ ক্রিকেটার কাবুল স্টেডিয়ামে অনুশীলন করেন। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া ক্রিকেটাররা এখন নিজেদের ও তাদের পরিবার রক্ষা করতেই ব্যস্ত। রশিদ–নবীরা বিশ্বকাপের প্রস্তুতি কবে শুরু করবেন সেটিও এই মুহূর্তে অনিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

আত্মীয়দেরই শুধু চেনেন প্রকৌশলী রাশেদুল

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত