ক্রীড়া ডেস্ক
অঘটন ও নাটকীয়তায় ভরপুর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের টুর্নামেন্ট-সেরার সম্ভাব্য ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই তালিকায় আছেন জস বাটলার, বিরাট কোহলিদের মতো তারকারা।
আইসিসির টুর্নামেন্ট-সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ৯ ক্রিকেটার। যার মধ্যে সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দুজন করে ক্রিকেটার আছেন ভারত ও পাকিস্তান দলের। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের আছেন একজন করে ক্রিকেটার। চলুন দেখে নিই সেই ৯ ক্রিকেটারকে, যাঁরা হতে পারেন টুর্নামেন্ট-সেরা।
জস বাটলার: এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করে চলেছেন জস বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।
অ্যালেক্স হেলস: এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালেক্স হেলস। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন ২১১ রান। গড় ৫২.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৮.৫৯। বাটলারের মতো তিনিও দুটি ফিফটি করেছেনম যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার।
স্যাম কারান: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ফাইফারের কীর্তি স্যাম কারান গড়েন এই বিশ্বকাপে। পার্থে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট, হয়েছিলেন ম্যাচ-সেরাও। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে টুর্নামেন্টে নিয়েছেন ১০ উইকেট, ইকোনমি ৭.২৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন এই বাঁহাতি বোলার। টুর্নামেন্টে ক্যাচ ধরেছেন ৫টি।
শাহিন আফ্রিদি: এবারের টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে শাহিন আফ্রিদি ছিলেন উইকেটশূন্য। সেই দুই ম্যাচে হেরেছিল পাকিস্তানও। তৃতীয় ম্যাচ থেকেই পাকিস্তান ঘুরে দাঁড়াতে থাকে, শাহিনও পেতে থাকেন উইকেট। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ-সেরা।
শাদাব খান: ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এবারের বিশ্বকাপে সময়টা দারুণ কাটাচ্ছেন শাদাব খান। ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস এবং ১৬ রান দিয়ে ২ উইকেট সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করে শাদাব হয়েছিলেন ম্যাচ-সেরা। ৬ ম্যাচ খেলে ২৬ গড়ে করেছেন ৭৮ রান। ১৭৭.২৭ স্ট্রাইক রেট দেখে বোঝা যায়, তিনি ব্যাটিংয়ে কতটা ঝড় তুলতে পারেন। বোলিংয়ে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। ফিল্ডিংয়ে একটা ক্যাচ ধরেছেন। সিডনিতে সেমিফাইনালে চোখধাঁধানো ডিরেক্ট থ্রোতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে রানআউট করেছিলেন শাদাব।
বিরাট কোহলি: এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি ফিফটি—দুটোই করেছেন কোহলি। ৬ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ২৯৬ রান। গড় ৯৮.৬৬ এবং স্ট্রাইকরেট ১৩৬.৪০। পাকিস্তান ও বাংলাদেশ—এ দুই দলের বিপক্ষেই অপরাজিত ফিফটি করে হয়েছেন ম্যাচ-সেরা। মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন কোহলি।
সূর্যকুমার যাদব: উদ্ভাবনী শটের পসরা বসিয়ে এবারের বিশ্বকাপে মুগ্ধতা ছড়িয়েছেন সূর্যকুমার যাদব। বলের সঙ্গে প্রায় দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৬ ম্যাচে ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২৩৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গড় ৫৯.৭৫ এবং ফিফটি করেছেন তিনটি। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে—দুই দলের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে হয়েছেন ম্যাচ-সেরা। টুর্নামেন্টে ক্যাচ ধরেছেন ৬টি।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এবারের বিশ্বকাপেও। এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। ৮ ম্যাচে ৬.৪১ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন লঙ্কান এই লেগ স্পিনার।
সিকান্দার রাজা: চলতি বছর সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সিকান্দার রাজা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। ৮ ম্যাচে ২৭.৩৭ গড়ে করেছেন ২১৯ রান। ব্যাটিং করেছেন ১৪৭.৯৭ স্ট্রাইকরেটে, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। বোলিংয়ে ৬.৫০ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছে, তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। টুর্নামেন্টের সর্বোচ্চসংখ্যক ছক্কাও (১১) হাঁকিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
অঘটন ও নাটকীয়তায় ভরপুর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের টুর্নামেন্ট-সেরার সম্ভাব্য ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই তালিকায় আছেন জস বাটলার, বিরাট কোহলিদের মতো তারকারা।
আইসিসির টুর্নামেন্ট-সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ৯ ক্রিকেটার। যার মধ্যে সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দুজন করে ক্রিকেটার আছেন ভারত ও পাকিস্তান দলের। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের আছেন একজন করে ক্রিকেটার। চলুন দেখে নিই সেই ৯ ক্রিকেটারকে, যাঁরা হতে পারেন টুর্নামেন্ট-সেরা।
জস বাটলার: এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করে চলেছেন জস বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।
অ্যালেক্স হেলস: এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালেক্স হেলস। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন ২১১ রান। গড় ৫২.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৮.৫৯। বাটলারের মতো তিনিও দুটি ফিফটি করেছেনম যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার।
স্যাম কারান: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ফাইফারের কীর্তি স্যাম কারান গড়েন এই বিশ্বকাপে। পার্থে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট, হয়েছিলেন ম্যাচ-সেরাও। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে টুর্নামেন্টে নিয়েছেন ১০ উইকেট, ইকোনমি ৭.২৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন এই বাঁহাতি বোলার। টুর্নামেন্টে ক্যাচ ধরেছেন ৫টি।
শাহিন আফ্রিদি: এবারের টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে শাহিন আফ্রিদি ছিলেন উইকেটশূন্য। সেই দুই ম্যাচে হেরেছিল পাকিস্তানও। তৃতীয় ম্যাচ থেকেই পাকিস্তান ঘুরে দাঁড়াতে থাকে, শাহিনও পেতে থাকেন উইকেট। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ-সেরা।
শাদাব খান: ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এবারের বিশ্বকাপে সময়টা দারুণ কাটাচ্ছেন শাদাব খান। ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস এবং ১৬ রান দিয়ে ২ উইকেট সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করে শাদাব হয়েছিলেন ম্যাচ-সেরা। ৬ ম্যাচ খেলে ২৬ গড়ে করেছেন ৭৮ রান। ১৭৭.২৭ স্ট্রাইক রেট দেখে বোঝা যায়, তিনি ব্যাটিংয়ে কতটা ঝড় তুলতে পারেন। বোলিংয়ে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। ফিল্ডিংয়ে একটা ক্যাচ ধরেছেন। সিডনিতে সেমিফাইনালে চোখধাঁধানো ডিরেক্ট থ্রোতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে রানআউট করেছিলেন শাদাব।
বিরাট কোহলি: এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি ফিফটি—দুটোই করেছেন কোহলি। ৬ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ২৯৬ রান। গড় ৯৮.৬৬ এবং স্ট্রাইকরেট ১৩৬.৪০। পাকিস্তান ও বাংলাদেশ—এ দুই দলের বিপক্ষেই অপরাজিত ফিফটি করে হয়েছেন ম্যাচ-সেরা। মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন কোহলি।
সূর্যকুমার যাদব: উদ্ভাবনী শটের পসরা বসিয়ে এবারের বিশ্বকাপে মুগ্ধতা ছড়িয়েছেন সূর্যকুমার যাদব। বলের সঙ্গে প্রায় দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৬ ম্যাচে ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২৩৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গড় ৫৯.৭৫ এবং ফিফটি করেছেন তিনটি। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে—দুই দলের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে হয়েছেন ম্যাচ-সেরা। টুর্নামেন্টে ক্যাচ ধরেছেন ৬টি।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এবারের বিশ্বকাপেও। এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। ৮ ম্যাচে ৬.৪১ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন লঙ্কান এই লেগ স্পিনার।
সিকান্দার রাজা: চলতি বছর সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সিকান্দার রাজা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। ৮ ম্যাচে ২৭.৩৭ গড়ে করেছেন ২১৯ রান। ব্যাটিং করেছেন ১৪৭.৯৭ স্ট্রাইকরেটে, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। বোলিংয়ে ৬.৫০ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছে, তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। টুর্নামেন্টের সর্বোচ্চসংখ্যক ছক্কাও (১১) হাঁকিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে