ক্রীড়া ডেস্ক
প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শুভমান গিলের ডাবল সেঞ্চুরি আরেকটু হলে ম্লান হয়েই গিয়েছিল। তবে রাইপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পাইনি কিউইরা। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত।
১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের কাজ অনেকটাই সেরে ফেলে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৮৬ বলে ৭২ রানের জুটি গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের উইকেট নিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হেনরি শিপলি।
রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন বিরাট কোহলি। গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৩ বলে ২৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান কোহলি। ৯ বলে ১১ রান করা কোহলির উইকেট নেন মিচেল স্যান্টনার। এরপর তৃতীয় উইকেটে গিল ও ইশান কিষাণ ১২ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। স্যান্টনারকে চার মেরে ১৭৯ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন গিল। ৫৩ বলে ৬ চারে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি। ৬ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শামি।
প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শুভমান গিলের ডাবল সেঞ্চুরি আরেকটু হলে ম্লান হয়েই গিয়েছিল। তবে রাইপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পাইনি কিউইরা। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত।
১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের কাজ অনেকটাই সেরে ফেলে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৮৬ বলে ৭২ রানের জুটি গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের উইকেট নিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হেনরি শিপলি।
রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন বিরাট কোহলি। গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৩ বলে ২৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান কোহলি। ৯ বলে ১১ রান করা কোহলির উইকেট নেন মিচেল স্যান্টনার। এরপর তৃতীয় উইকেটে গিল ও ইশান কিষাণ ১২ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। স্যান্টনারকে চার মেরে ১৭৯ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন গিল। ৫৩ বলে ৬ চারে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি। ৬ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শামি।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
১১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
১১ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১৩ ঘণ্টা আগে