ক্রীড়া ডেস্ক
প্রথম রাউন্ড ঠিকঠাকই হলো। মূল পর্বে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ পায় সমর্থকেরা। ভারত-পাকিস্তান কিংবা পাকিস্তান-জিম্বাবুয়ের শেষ বলে নিষ্পত্তির ম্যাচ তো এরই উদাহরণ।
এমন উদাহরণ তো আরও হওয়ার কথা; কিন্তু হচ্ছে না তো। আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের তো টসই হলো না। বিশ্বকাপ যেন ‘বৃষ্টিকাপ’ হয়ে গেল। ক্রিকেটের কড়া সমর্থকেরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিশ্বকাপকে ‘বৃষ্টিকাপ’ নামে ডাকতে শুরু করে করেছেন!
সমর্থকদের চেয়ে একটু বেশি হতাশ যেন জস বাটলার। অজিদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘খুবই হতাশাজনক, সত্যি হতাশ। তবুও চোখ রাখছি সামনের ম্যাচের ওপর।’
যেভাবে চলছে বৃষ্টির মহড়া, বাটলারকে সামনের ম্যাচ যে ঠিকঠাক হবে, তার নিশ্চয়তা কেউ দেবে না। হতাশ তো হওয়ারই কথা। এই তো গত পরশু বৃষ্টির কবলে পড়ে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারতে হয়েছে তাঁর দলকে। ওই ক্ষত এখনো দগদগে।
সব মিলিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ এর দল ইংল্যান্ড ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট অর্জন করেছে। টেবিলের দুই নম্বরে আছে দলটি। এরপরও প্রত্যাশিত দলগুলোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির কারণে স্বস্তি নেই বড় দলগুলোর মনে। বৃষ্টি তাদের অস্বস্তির হলেও তুলনামূলক কম শক্তির দলগুলোর জন্য তা যেন আশীর্বাদই।
গ্রুপ-১ এর কোনো দলই বাদ পড়েনি পয়েন্ট থেকে। একদম নিচে, অর্থাৎ ৬ নম্বরে থাকা আফগানিস্তানেরও ৩ ম্যাচে ২ পয়েন্ট। তাদের দুটি পয়েন্টই এসেছে বৃষ্টির কল্যাণে। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট। আজ মেলবোর্নে আয়ারল্যান্ড বিপক্ষে ম্যাচটিও বৃষ্টি কেড়ে নিয়েছে, এখান থেকেও তারা পেয়েছে এক পয়েন্ট।
দুই ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনে থাকা আয়ারল্যান্ডেরও ৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চারে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচে থাকা শ্রীলঙ্কার ২ পয়েন্ট। গ্রুপটির সবগুলো দলেরই এখনো সেমিফাইনালের সমীকরণ টিকে আছে। সামনের ম্যাচ গুলোয়ও যদি বৃষ্টির দাপট এভাবে চল থাকে, তবে বড় দলগুলোকে চমকে দিয়ে সেমিফাইনালে যেকোনো দলই উঠে যেতে পারে।
গ্রুপ-২ এ, পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। কিন্তু এর আগেই তারা বাঘের মুখ থেকে খাবার ভাগাভাগি করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল তাদের। শেষে বৃষ্টি এসে জিম্বাবুয়েকে এক পয়েন্ট দিয়ে গেল। এতে দুই ম্যাচে তাদের ৩ পয়েন্ট, তাতে দলটি টেবিলের তিনে।
সমান ম্যাচ ও পয়েন্টে দুইয়ে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট খুইয়ে নিরাপদ অবস্থানে তারাও। সামনে দুটি ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে তাদের। বৃষ্টির কথাও মাথায় রাখতে হবে টেম্বা বাভুমাদের। তবে ২ ম্যাচ পূর্ণ ৪ পয়েন্ট আদায় করে টেবিলের শীর্ষ দল ভারত নিরাপদে আছে। চারে থাকা বাংলাদেশের ২ পয়েন্ট। এর পরে থাকা পাকিস্তান-নেদারল্যান্ডসের পয়েন্ট শূন্য।
তবে জিম্বাবুয়ের ৩ পয়েন্ট, ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান এবং বৃষ্টি, তিন মিলিয়ে মজার কিছুই অপেক্ষা করছে গ্রুপ-২ এ।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দলের বিপক্ষে খেলাটা খেলছে বৃষ্টিও! তবে এ খেলায় বৃষ্টির প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী দলগুলো আর কিছুটা টিমমেট ভূমিকায় যেন অন্য দলগুলো। আমেজ ম্লান করলেও এবারের বিশ্বকাপে নাটকীয়তা দিতে পারে বৃষ্টি।
প্রথম রাউন্ড ঠিকঠাকই হলো। মূল পর্বে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ পায় সমর্থকেরা। ভারত-পাকিস্তান কিংবা পাকিস্তান-জিম্বাবুয়ের শেষ বলে নিষ্পত্তির ম্যাচ তো এরই উদাহরণ।
এমন উদাহরণ তো আরও হওয়ার কথা; কিন্তু হচ্ছে না তো। আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের তো টসই হলো না। বিশ্বকাপ যেন ‘বৃষ্টিকাপ’ হয়ে গেল। ক্রিকেটের কড়া সমর্থকেরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিশ্বকাপকে ‘বৃষ্টিকাপ’ নামে ডাকতে শুরু করে করেছেন!
সমর্থকদের চেয়ে একটু বেশি হতাশ যেন জস বাটলার। অজিদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘খুবই হতাশাজনক, সত্যি হতাশ। তবুও চোখ রাখছি সামনের ম্যাচের ওপর।’
যেভাবে চলছে বৃষ্টির মহড়া, বাটলারকে সামনের ম্যাচ যে ঠিকঠাক হবে, তার নিশ্চয়তা কেউ দেবে না। হতাশ তো হওয়ারই কথা। এই তো গত পরশু বৃষ্টির কবলে পড়ে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারতে হয়েছে তাঁর দলকে। ওই ক্ষত এখনো দগদগে।
সব মিলিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ এর দল ইংল্যান্ড ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট অর্জন করেছে। টেবিলের দুই নম্বরে আছে দলটি। এরপরও প্রত্যাশিত দলগুলোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির কারণে স্বস্তি নেই বড় দলগুলোর মনে। বৃষ্টি তাদের অস্বস্তির হলেও তুলনামূলক কম শক্তির দলগুলোর জন্য তা যেন আশীর্বাদই।
গ্রুপ-১ এর কোনো দলই বাদ পড়েনি পয়েন্ট থেকে। একদম নিচে, অর্থাৎ ৬ নম্বরে থাকা আফগানিস্তানেরও ৩ ম্যাচে ২ পয়েন্ট। তাদের দুটি পয়েন্টই এসেছে বৃষ্টির কল্যাণে। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট। আজ মেলবোর্নে আয়ারল্যান্ড বিপক্ষে ম্যাচটিও বৃষ্টি কেড়ে নিয়েছে, এখান থেকেও তারা পেয়েছে এক পয়েন্ট।
দুই ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনে থাকা আয়ারল্যান্ডেরও ৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চারে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচে থাকা শ্রীলঙ্কার ২ পয়েন্ট। গ্রুপটির সবগুলো দলেরই এখনো সেমিফাইনালের সমীকরণ টিকে আছে। সামনের ম্যাচ গুলোয়ও যদি বৃষ্টির দাপট এভাবে চল থাকে, তবে বড় দলগুলোকে চমকে দিয়ে সেমিফাইনালে যেকোনো দলই উঠে যেতে পারে।
গ্রুপ-২ এ, পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। কিন্তু এর আগেই তারা বাঘের মুখ থেকে খাবার ভাগাভাগি করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল তাদের। শেষে বৃষ্টি এসে জিম্বাবুয়েকে এক পয়েন্ট দিয়ে গেল। এতে দুই ম্যাচে তাদের ৩ পয়েন্ট, তাতে দলটি টেবিলের তিনে।
সমান ম্যাচ ও পয়েন্টে দুইয়ে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট খুইয়ে নিরাপদ অবস্থানে তারাও। সামনে দুটি ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে তাদের। বৃষ্টির কথাও মাথায় রাখতে হবে টেম্বা বাভুমাদের। তবে ২ ম্যাচ পূর্ণ ৪ পয়েন্ট আদায় করে টেবিলের শীর্ষ দল ভারত নিরাপদে আছে। চারে থাকা বাংলাদেশের ২ পয়েন্ট। এর পরে থাকা পাকিস্তান-নেদারল্যান্ডসের পয়েন্ট শূন্য।
তবে জিম্বাবুয়ের ৩ পয়েন্ট, ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান এবং বৃষ্টি, তিন মিলিয়ে মজার কিছুই অপেক্ষা করছে গ্রুপ-২ এ।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দলের বিপক্ষে খেলাটা খেলছে বৃষ্টিও! তবে এ খেলায় বৃষ্টির প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী দলগুলো আর কিছুটা টিমমেট ভূমিকায় যেন অন্য দলগুলো। আমেজ ম্লান করলেও এবারের বিশ্বকাপে নাটকীয়তা দিতে পারে বৃষ্টি।
ধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগেআলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
২ ঘণ্টা আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৩ ঘণ্টা আগে