ক্রীড়া ডেস্ক
প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।
প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।
প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে