ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’
জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’
আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’
জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’
আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।
সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৬ ঘণ্টা আগে