ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’
জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’
আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’
জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’
আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে